সিনহার বিরুদ্ধে মামলা করছেন বিচারপতি মানিক

মহিউদ্দীন মাহী, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৩:৫১ | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৭, ১৮:৪৪

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন অবসরে যাওয়া আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। পেনশন ছয় মাস আটকে দেয়ার অভিযোগ এনে এই মামলা করবেন তিনি।

সোমবার ঢাকাটাইমসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই কথা জানান বিচারপতি মানিক।

শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘বিচারপতি সিনহা আমার অবসর ভাতা ছয় মাস আটকে রেখেছিলেন। এতে আমি ১০ থেকে ১২ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি শিগগির তার বিরুদ্ধে যুগ্ম জেলা জজ আদালতে ক্ষতিপূরণ মামলা করবো।’

অবসরে যাওয়া এই বিচারপতি জানান, মামলা করার জন্য তিনি নথিপত্র সংগ্রহ করছেন। প্রস্তুতি শেষ হলে তিনি মামলাটি করবেন।

গত বছরের ১ অক্টোবর অবসরে যান বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। অবসরে যাওয়ার পরপরই সব সুযোগ-সুবিধা কেড়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করেন সাবেক এ বিচারপতি। রায় লেখার পর জমা দিতে গেলেও তা নেয়া হয়নি বলে জানান তিনি। এ জন্য প্রধান বিচারপতিকে কয়েক দফা চিঠিও দেন তিনি।

বিভিন্ন ইস্যুতে প্রধান বিচারপতির সঙ্গে মতানৈক্য দেখা দেয়ার এক পর্যায়ে প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতিকে চিঠিও দেন আলোচিত এই বিচারপতি। এ ছাড়া বিভিন্ন সময়ে টিভি টকশোতে অংশ নিয়ে শামসুদ্দিন চৌধুরী মানিক প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেন।

ঢাকাটাইমসের সঙ্গে আলাপকালে বিচারপতি মানিক বলেন, ‘বিচারপতি সিনহা বহুবার তার শপথ ভঙ্গ করেছেন। তিনি আমার সঙ্গে চরম অসদাচরণ করেছেন। উনি আমার পেনশন আটকে রেখেছেন। আমার ব্যক্তিগত সুযোগ-সুবিধা প্রত্যাহার করে নিয়েছেন।’

আপিল বিভাগের সাবেক এই আলোচিত বিচারপতি বলেন, ‘সিনহা আমার সঙ্গে ব্যক্তিগত বিরোধে জড়িয়েছেন। তিনি আমার প্রতি ক্ষোভ বা বিরাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এতে তিনি শপথ ভঙ্গ করেছেন। এই আচরণ তার কাছ থেকে কখনো প্রত্যাশিত না।’

ঢাকাটাইমসের সঙ্গে সাক্ষাৎকারে প্রধান বিচারপতি সম্পর্কে নানা অভিযোগ আনেন শামসুদ্দিন চৌধুরী মানিক। এসকে সিনহাকে বিচার বিভাগের ‘কুলাঙ্গার’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

[বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দেখতে চোখ রাখুন ঢাকাটাইমসে]

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :