লক্ষ্মীপুরে গোলাগুলিতে ‘সন্ত্রাসী’ লাদেন মাসুম নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৭, ০৮:৫৩

লক্ষ্মীপুর সদর উপজেলার বালাইশপুরের বটেরদিঘীর পাড় এলাকা থেকে মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুম নামে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করছে পুলিশ। সন্ত্রাসীদের দুপক্ষে গোলাগুলিতে মাসুম নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করলেও নিহতের পরিবারের দাবি পুলিশের গুলিতে মাসুম নিহত হয়েছেন।

বুধবার দিবাগত শেষ রাতে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুটি দুই নলা বন্দুক, দুটি এলজি, ১১ রাউন্ড গুলি ও ৩০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাসুম সদর উপজেলার আবিরনগর এলাকার মাওলানা হাফিজ উল্যাহর ছেলে।

পুলিশ জানায়, মাসুম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সদর ও চন্দ্রগঞ্জ থানাসহ অনেক থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ২৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে মাসুম পলাতক রয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে এলাকায় আসার পর বটের দিঘীরপাড় এলাকায় শাহাদাৎ বাহিনীর সঙ্গে তার বাহিনীর সন্ত্রাসীদের গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাগানে মাসুমের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিনে নিহতের পরিবারের দাবি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল মাসুম। রাজনীতি করার কারণে তার বিরুদ্ধে এতগুলো মামলা রয়েছে। গত রবিবার ঢাকার গুলিস্তান থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন বলে দাবি করেন নিহতের স্ত্রী।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, দুটি এলজি, ১১ রাউন্ড গুলি ও ৩০টি ককটেল উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/২নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

হালুয়াঘাট সীমান্তে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ কৃষক নিহত

এমভি আব্দুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করবে বিকালে

হরিণাকুন্ডুতে এসএসসিতে ফেল করায় কিশোরীর আত্মহত্যা

পাবনায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা, আহত ১০

রাজশাহীর কোন আম কবে বাজারে আসবে

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :