ফরিদপুরে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৭, ১৫:৩৯

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় ল্যাব এশিয়ায় ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারদণ্ড দেয়া হয়। এসময় আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটিতে তালা মেরে বন্ধ করা হয়েছে।

বরিবার দুপুর দেড়টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক জানান, ফরিদপুর র‌্যাব-৮ এর সহযোগিতায় শহরের ঝিলটুলী এলাকায় ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের রোগীকে চিকিৎসা প্রদানরত অবস্থায় বদিউল আলম চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার শিক্ষাগত কাগজপত্রে জানা গেছে- তিনি এইচএসসি পাস।

এসময় ওই প্রতিষ্ঠানকে তালা মেরে বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য, ভুয়া চিকিৎসক বদিউল আলম চৌধুরী তার ব্যবস্থাপত্রে উল্লেখ করেছেন- ‘এমবিবিএস (ঢাকা), পিজিটি (মেডিসিন ও শিশু), সিসিডি (বারডেম), এবং মেডিসিন ও শিশু অভিজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।’

(ঢাকাটাইমস/৫নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :