ঘুষের টাকাসহ গ্রেপ্তার ওয়াকফ কর্মকর্তা কারাগারে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৭, ১৮:৩৩
ফাইল ছবি

ঘুষের ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক মোতাহার হোসেনের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান শুনানি শেষে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দীন আসামি মোতাহার হোসেনকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে গত রবিবার দুপুরে রাজধানীর নিউ ইস্কাটন রোডে নিজ কার্যালয় থেকে মোতাহার হোসেনকে ঘুষ হিসেবে নেয়া ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল।

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার বাঘৈর জামে মসজিদের নামে বিভিন্ন দাগে মোট ১.২৫ একর সম্পত্তি ওয়াকফ করা। যার মোতওয়াল্লি কমিটির সদস্য মো. ফারুক হোসেন। ওই মসজিদ উন্নয়নের জন্য ওয়াকফ করা সম্পত্তি থেকে ০.৯৪ একর সম্পত্তি বিক্রয়ের অনুমতির জন্য ২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ ওয়াকফ প্রশাসক বরবার ঢাকা আবেদন করেন তিনি। কিন্তু সম্প্রতি মো. ফারুক হোসেন দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইনে অভিযোগ করেন, ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক মো. মোতাহার হোসেন খান কাজটি করে দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করছেন। এ অভিযোগ আমলে নিয়ে রিববার ঘুষ দেওয়ার কথা থাকায় সকাল থেকেইে ওয়াকফ কার্যালয়ে দুদক টিম ওৎ পেতে থাকে। বেলা সাড়ে ১২টায় দুদক টিমের সদস্যরা তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন। এছাড়া তার প্যান্টের পকেট ও আলমারি তল্লাশি করে আরো ৭৯ হাজার টাকা পাওয়া যায়। এ টাকার উৎস সম্পর্কে কোনো জবাব দিতে পারেননি মোতাহার হোসেন। এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দীন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/আরজে/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :