কৃষক লীগের ফরিদপুর জেলা কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

ফরিদপুর প্রতিনিধি
| আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৫:১৯ | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৭, ১৪:২৪

বাংলাদেশ কৃষক লীগের ফরিদপুর জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। দীর্ঘদিন ধরে জেলা কমিটি কার্যত অকার্যকর থাকায় এবং সময় মতো কাউন্সিল করতে না পারায় কেন্দ্র এ সিদ্ধান্ত নিয়েছে। রবিবার কৃষক লীগ সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা স্বাক্ষরিত একটি চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

এস এম মোশাররফ হোসেনকে (মুসা ফকির) আহ্বায়ক করে গঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক তিনজন। তারা হলেন- শেখ শহিদুল ইসলাম, প্রদীপ কুমার দাস (লক্ষণ) ও আব্দুর সালাম মুন্সী।

কৃষক লীগ ফরিদপুর জেলার সভাপতি সৈয়দ কবিরুল আলম মাওকে দেয়া কেন্দ্রের চিঠি সূত্রে জানা যায়, দলের কেন্দ্রীয় একটি বিশেষ বর্ধিত সভায় ফরিদপুর জেলার নেতারাদের উপস্থিতি আশানরূপ ছিল না। দলকে চাঙ্গা করতে ওই সময় কেন্দ্র থেকে দ্রুত জেলা কাউন্সিল করার নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু এখনও কোনো কাউন্সিল অনুষ্ঠিত না হওয়ায় কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী জেলা কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি করা হয়েছে।

আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বলে চিঠিতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/ ১২ নভেম্বর/ এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :