পিরোজপুরে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৭, ২৩:৫৬

পিরোজপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার জেলা প্রশাসকের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএমএ আউয়াল।

জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকুনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, সদরউপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার মো. হুমায়ূন কবির তালুকদার খোকন, কদমতলা ইউপি চেয়ারম্যান মো. হানিফ খান, সিকদারমল্লিক ইউপি চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম হাওলাদার।

পরে জেলা প্রশাসক সংসদ সদস্য একেএমএ আউয়ালের হাতে প্রথম স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ডটি তুলে দেন।

এসময় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পিরোজপুর পৌরসভা এবং সদর উপজেলার ৭ ইউনিয়নে (১ ডিসেম্বর) থেকে ২৮ জানুয়ারি-২০১৮ পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ করা হবে। পিরোজপুর পৌরসভাসহ সদর উপজেলায় সর্বমোট ১ লাখ ১৪ হাজার ৯৭জনকে স্মার্টকার্ড প্রদান করবে জেলা নির্বাচন অফিস।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :