স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রাষ্ট্রপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৬

রাষ্ট্রপতি আবদুল হামিদ একটি মহৎ পেশা হিসেবে অঙ্গীকার ও নিষ্ঠার সঙ্গে রোগীদের স্বাস্থ্যসেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার সন্ধ্যায় নগরীর এক হোটেলে ‘৬ষ্ঠ কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি আন্তর্জাতিক সম্মেলন এবং চতুর্থ ঢাকা লাইভ ২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বিশ্বমানের পাশাপাশি আধুনিক চিকিৎসার প্রসার এবং স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি হৃদরোগ প্রতিরোধের জন্য জনসচেতনতা সৃষ্টিতে চিকিৎসক, নীতি নির্ধারক, স্বাস্থ্যকর্মী, মিডিয়া এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

ঝুঁকিপূর্ণ রোগের ব্যাপারে বর্তমান সরকারের সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘গবেষণা ও উদ্ভাবনা বিপজ্জনক রোগের স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে সহায়ক।’

গ্রামীণ এলাকায় বেশিরভাগ লোকই রোগ নির্ণয় ছাড়াই হৃদরোগে মারা যাওয়ায় নীতি নির্ধারকদের জন্য হৃদরোগ একটি মারাত্মক উদ্বেগের বিষয়।

রাষ্ট্রপতি বলেন, হৃদরোগে আক্রান্তদের চিকিৎসা সেবায় জেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলো উন্নত ও পর্যাপ্ত কার্যকর চিকিৎসা সুযোগ-সুবিধার পাশাপাশি সরকারি সকল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষায়িত সুসজ্জিত কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগ স্থাপন করা হয়েছে। এতে কার্ডিয়াক ওটি ও ক্যাথল্যাবসহ সকল সুবিধা রয়েছে।

আবদুল হামিদ বলেন, হৃদরোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সুযোগ নিতে পারেন না এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর বেশিরভাগ মানুষ চিকিৎসার জন্য এ ধরনের বিপুল ব্যয়ের সক্ষমতা নেই।

তিনি বলেন, এজন্য আমরা ‘প্রতিরোধ রোগের চিকিৎসার চেয়ে উত্তম’ এই বৈশ্বিক নীতির প্রতি গুরুত্ব দিয়েছি।

রাষ্ট্রপতি তাঁর ভাষণের শুরুতে আগামীকাল বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসকারী সকল বাংলাদেশিনাগরিকদের উষ্ণ অভিনন্দন জানান।

সার্বভৌম দেশ অর্জনে অসামান্য অবদানের জন্য তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং দেশের স্বাধীনতা অর্জনে লাখো শহীদের আত্মত্যাগের জন্য তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং সম্মেলনের প্রধান পৃষ্টপোষক ডা. এ এম শামীম, দক্ষিণ এশীয় দেশগুলোর বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, দেশি ও বিদেশি প্রতিনিধি, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং সামরিক ও বেসামরিক উর্ধতন কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. আবদুজ জাহের। সূত্র: বাসস।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :