গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-সহ দুই সন্তান দ্বগ্ধ

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৪

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার গরিবউল্লাহ শাহ হাউজিং সোসাইটির একটি বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও তার দুই শিশু মন্তান দ্বগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গুরুতর আহতবস্থায় এই তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বগ্ধরা হলেন- মেহেদী হাসানের স্ত্রী তানজিরা আকতার, মেয়ে তানজিনা আকতার (১৩) ও ছেলে তানজিব হাসান (৮)।

এসআই জহিরুল ইসলাম জানান, গরিবউল্লাহ শাহ হাউজিং সোসাইটির গোলাম মহিউদ্দিন বাবুলের ভাড়া বাসায় দুপুর ১টার দিকে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। স্থানীয় লোকজন ছুটে গিয়ে মা ও দুই শিশু সন্তানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে।

এ সময় তাদের হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। তিনজনের মধ্যে শিশু তানজিরার অবস্থা আশংকাজনক। তার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের চিকিৎসক জাহাঙ্গীর আলম চৌধুরী।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/আইকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :