মোটরসাইকেলকে ধাক্কা, ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
| আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২৩:৫১ | প্রকাশিত : ০৮ জুলাই ২০১৮, ২৩:৪১

ময়মনসিংহ রেলওয়ে জংশন সংলগ্ন মিন্টু কলেজ এলাকায় রেললাইনের ওপর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল ও ট্রেনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে কমিউটার, যমুনা, ধলেশ্বরী ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার জহিরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার রাত ৮ টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসছিললোকাল একটি ট্রেন। ট্রেনটি নগরীর মিন্টু কলেজ এলাকায় পৌঁছলে এক মোটরসাইকেল আরোহী রাস্তা পারাপারের সময় ট্রেনের সামনে পড়ে যান। এ সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। লাইন মেরামত করতে কয়েক ঘণ্টা লাগবে। রাত সোয়া ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

ঢাকাটাইমস/০৮জুলাই/এমডি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :