নখ রাঙান নেইল পলিশে

জেবুন নাহার শিমু, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুলাই ২০১৮, ০৯:৫২

নখ সাজাতে নেইলপলিশের জুড়ি নেই। প্রত্যেকটা মানুষ নিজস্ব রুচি ও পছন্দ অনুযায়ী বেছে নিচ্ছেন এই উপকরণটি। নিজেদের নখকে আকর্ষণীয় করে তোলার ব্যস্ততা যেন ক্রমশ বেড়েই চলেছে।

যেমন ধারা ফ্যাশনে

হাল ফ্যাশনে ম্যাট নখের সাজের প্রচলন এখন নেই বললেই চলে। তাই পছন্দের তালিকায় আজকাল আর গ্লিটার থাকছে না। তবে নখে খানিকটা চকচকে ভাব এনে দিতে পারে সিমার নেইলপলিশ।

একেকটি নখে আলাদা আলাদা রঙের ব্যবহার করতে পারেন। জেল নেইলপলিশ ও ফ্যাশনের ধারায় উঠে এসেছে। তবে এর জন্য অতি বেগুনি রশ্মির সহায়তা নিতে হয় যা সাধারণত বাড়িতে সম্ভব হয় না।

ফরাসি ধারায় নখের ডগায় সাদা রঙ আর বাকি অংশে স্বচ্ছ নেইলপলিশের ব্যবহার হচ্ছে। বাড়িতে বা সৌন্দর্য চর্চা কেন্দ্রে ফেঞ্চ মেনিকিউর বা ফেঞ্চ পেডিকিউর করা যেতে পারে। বছরের যে কোনো সময় এই ফ্যাশনের ধারায় থাকে নেইলপলিশ।

কাজের জায়গায় নেইলপলিশ ব্যবহার করতে চাইলে কাজের পরিবেশ ও ধরণ খেয়াল রাখুন। ছুটির দিনে বা বন্ধুদের আড্ডায় আবার উজ্জ্বল রঙ বেছে নেয়া যায় ইচ্ছামত।

সবুজ হলুদ বা কমলা রঙ রয়েছে চলতি ফ্যাশনের ধারায়। ফেঞ্চ নেইল স্টাইল যেমন বন্ধুদের আড্ডায় ভালো দেখায় তেমনি অফিসের পরিবেশ মানানসই।

নানা রঙ নানা ব্র্যান্ড

লাল বা গোলাপির মতো উজ্জ্বল রঙ যেমন পছন্দ করছেন ক্রেতারা তেমনি আবার একটু অন্য ধরনের রঙ যেমন কালো নেইলপলিশও কিনছেন কেউ কেউ।

রঙিন নেইল পলিশ এর পাশাপাশি স্বচ্ছ নেলপলিশ ভালো চলছে। এল এ কালারস, ইসাবেল, ল’রিয়াল, মেবিলিন, বডি শপ, গোল্ডেন রোজ, নিওর, মিস অ্যান্ড মিসেস, লা ফেমি, ইউশাইন, হুদা বিউটি, কাইলি, ব্লু হেভেন, হোয়াইট হাউস, বেভন, জোভি, অ্যারোমাসহ নানা ব্যান্ডের নেইলপালিশ রয়েছে বাজারে।

পছন্দসই ব্র্যান্ডের নেইল পলিশ থেকে নিজের মনমতো রঙটি বেছে নিতে পারেন। ফ্লোরমারের ম্যাট ও ফুল কালার এই ধরনের নেইলপলিশ ক্রেতারা পছন্দ করেছেন।

সাধারণত পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে নেইলপালিশ কিনে থাকেন ক্রেতারা। কেউ কেউ রঙিন ম্যাট নেইল পলিশ বেছে নিচ্ছেন।

(ঢাকাটাইমস/১০জুলাই/জেএন/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

নির্বাচিত খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাচিত খবর এর সর্বশেষ

ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন মাদ্রাসায় পড়ুয়া মাজিদুল হক

মুন্সীগঞ্জে ১০ কোটি টাকার পানি শোধনাগার কাজেই আসছে না

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে সৌর বিদ্যুৎ দিচ্ছে ‘সোলার ইলেক্ট্রো’

শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণাসহ ৯ দাবি বাস্তবায়ন চায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ

শিশু নির্যাতন: শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং র‌্যাগিং প্রতিরোধ নীতিমালা বাস্তবায়নের আহ্বান

শহরের ব্যস্তজীবনে মানসিক স্বাস্থ্য নিয়ে ড. রাশেদা রওনকের আলোচনায় আমন্ত্রণ

২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত

দা‌ড়ি-গোঁফ গজাচ্ছে জান্না‌তির মুখে, প‌রিবর্তন হয়েছে কণ্ঠস্বর

এই বিভাগের সব খবর

শিরোনাম :