খালেদার জন্মদিনের মিলাদ, জেল থেকে মুক্ত করার ঘোষণা

অনলাইন ডেস্ক
| আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২২:০৩ | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৮, ১৩:৫৫

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সরকারকে বাধ্য করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ‘রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা।’

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন হিসেবে পালন করে বিএনপি। এবার ৭৩ তম জন্মদিন পালন করেছে তারা। ৯০ দশকের শুরু থেকে এই দিনটিতে জন্মদিন পালন শুরু করেন বিএনপি নেত্রী।

তবে সমালোচনার মুখে ২০১৬ সাল থেকেই কেক কাটা বাদ দিলেও দিনটিতে তিন বছর ধরে দলীয় কার্যালয়ে মিলাদের আয়োজন করে দলটি। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়ায় অংশ নেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আগামী দিনে নিরপেক্ষ সরকারের অধীনে নিবার্চন পরিচালনার জন্য পার্লামেন্ট ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে নিবার্চন পরিচালনা করতে হবে।’

গণতন্ত্রের জন্য ‘প্রাণপণ বাজি রেখে যুদ্ধ করার’ আহ্বান জানান ফখরুল। বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আগামী দিনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন পরিচালনার জন্য পার্লামেন্ট ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে নির্বাচন পরিচালনা করতে হবে।’

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকারকে বেশি ‘ফ্যাসিস্ট’ বলে দাবি করেন ফখরুল। বলেন, ‘১/১১ অবৈধ সরকার দেশনেত্রীকে কারাবন্দী করেছিল। পরে তারা তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে।’

নিরাপদে সড়কের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের দমন করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা কোমলমতি শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনকে নির্মমভাবে দমন করেছে। শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে, তাদের তুলে নেয়া হচ্ছে। মেয়েদেরকেও রেহাই দেওয়া হচ্ছে না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়েদুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :