ট্রাকশ্রমিকদের অবরোধ চলবে সোমবারও

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ২২:০৫ | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৮, ২১:২০

সড়ক পরিবহনের ক্ষেত্রে ৩০২ ধারার শাস্তির বিধান কমিয়ে আনতে ট্রাকশ্রমিকদের ডাকা অবরোধ চলছে। রবিবার রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে আন্দোলন করে শ্রমিকরা। সোমবারও তাদের এই কর্মসূচি চলবে।

সাত দফা দাবি আদায়ে রবিবার সকালে বিভিন্ন সড়কে অবস্থান নেয় শ্রমিকরা। ট্রাকচালকদের আন্দোলনকে গতিশীল করতে তাদের সঙ্গে সকাল থেকেই যোগ দেয় গণপরিবহন শ্রমিকরাও। এসময় রাজধানীতে বন্ধ হয়ে যায় অধিকাংশ গণপরিবহন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

রবিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ, গাবতলী, কামরাঙ্গীরচর, বসিলা, তেজগাঁওসহ বিভিন্ন সড়ক অবরুদ্ধ করে তাদের দাবির কথা জানান শ্রমিকরা। রাত আটটা নাগাদ শ্রমিকরা সড়ক থেকে উঠে গেলেও দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন ও অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। সোমবার সকাল থেকে পুনরায় সড়কে অবস্থান নেবেন বলে জানান তারা।

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের চাঁদ উদ্যান অংশে সকালে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয় ট্রাকশ্রমিকরা। এসময় বন্ধ করে দেয়া হয় সবধরনের যান চলাচল। অবরোধ উপেক্ষা করে চলাচল করতে যাওয়া বেশ কিছু পণ্যবাহী পরিবহন আটক করে আন্দোলনকারীরা। চালকদের সঙ্গে বেশ কিছু হাতাহাতির ঘটনা ঘটে আন্দোলনকারীদের। উল্টে দেয়া হয় অটোরিকশা।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল পরিমাণ পুলিশ সদস্য। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই)রাজীব ঢাকাটাইমসকে জানান, সকাল থেকে আন্দোলন চললেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা সকাল থেকে এখানে আছি। শ্রমিকরা যেন কোনো ভাঙচুর না করে সেদিকে আমাদের দৃষ্টি আছে। এখানকার শ্রমিকদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা আমাদের বিপরীতে গিয়ে কিছু করবে না। আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো।’

বেড়িবাঁধের ঢাকা উদ্যান অংশে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন। ইউনিয়নের সহ-সভাপতি রতন ঢাকাটাইমসকে বলেন, ‘একজন ড্রাইভারের কাছে পাঁচ লাখ টাকা থাকলে সে গাড়ি চালাবে কেন? এটা কোন আইন? আবার কথায় কথায় আমরা ঘাতক। কেউ ইচ্ছা কইরা মানুষ মারে, কেউ ইচ্ছা কইরা অ্যাক্সিডেন্ট করে?’

গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘আইন থাকা উচিত। কিন্তু এক দিকে দেখলে হয় না। আমাদের দিকটাও দেখা লাগবে। পুলিশরে যে পরিমাণ টাকা দেওয়া লাগে তাতেও আমরা বিরক্ত। এটারও একটা সমাধান দরকার। পুলিশ খালি খালি মামলা দেয়, টাকা নেয়।’

এই আন্দোলন বিআইটিএ নিবন্ধিত চালকদের আন্দোলন- এমন দাবি করে আন্দোলনরতদের একটি অংশ জানায়, চলতি মাসের ১২ তারিখ থেকে একই দাবিতে অবরোধের কথা ছিল গণপরিবহণ শ্রমিকদের। প্রথম দিকেই তারা একাগ্রতা পোষণ করেছে, বিষয়টিকে আন্দোলনের পরিপূরক উল্লেখ করে তারা বলেন, সকল লাইসেন্সধারী চালকদের এ আন্দোলনে আসা উচিত।

আন্দোলনের কারণে পণ্যপরিবহনসহ বন্ধ রয়েছে বেশ কিছু গণপরিবহন সেবা। এবিষয়ে দুঃখ প্রকাশ করে চালক মামুন ঢাকাটাইমসকে বলেন, ‘আমাগো ঘর আছে, বউ-বাচ্চা আছে। আমরা তাদের জন্য কয় টাকা আয় করতে গাড়ি চালাই, মানুষ মারতে না। একসিডেন্ট কাউরে বইলাও হয় না, কেউ ইচ্ছায়ও করে না। এই আইন মানার মত আইন না। এমন আইন করেন যা আমরাও মানতে পারি।’

তিনি আরও বলেন, ‘পুলিশ ড্রাইভারগো সব ঠিক থাকার পরেও টাকা চায়। টাকা না দিলে মামলা দেয়। হাইওয়ে পুলিশের কাজ আমগো ডাকাইতের থেকে বাঁচানো। আমরা তো চাই আমগো পুলিশে না ধইরা ডাইকাতে ধরুক। ডাকাইতে একবারের নিয়ে যায়। পুলিশ প্রতিদিন নেয়।’

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

হাসিনা-থাভিসিন দ্বিপাক্ষীক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক: টিআইবি

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে ঢাকা-ব্যাংকক: পররাষ্ট্রমন্ত্রী

একযোগে আট বিভাগে সম্পন্ন হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৭৬ বছরের রেকর্ড ভাঙছে তাপপ্রবাহ

তাপপ্রবাহে রেলের কর্মীদের জন্য ৫ নির্দেশনা

মানবসম্পদ উন্নয়নে উচ্চ শিক্ষার বিকল্প নেই: স্থানীয় সরকার মন্ত্রী

তাপমাত্রার মতোই বেড়েছে সবজি ও মাছ-মাংসের দাম

১৬ জেলায় তীব্র তাপপ্রবাহ, দুই জেলায় অতি তীব্র

বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :