প্রধানমন্ত্রীর সংবর্ধনায় পিপার স্প্রে নিয়ে দুই যুবক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৩:৫৫ | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৮, ১৩:৪৬
পিপার স্প্রেসহ আটক দুই যুবক

কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে আয়োজিত ‘শুকরিয়া মাহফিলে’ ঢোকার সময় পিপার স্প্রেসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোহরাওয়ার্দী উদ্যানের গেইটে রবিবার সকাল সাড়ে নয়টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃত দুই যুবক হলেন আবিদুর রহমান (১৯) ও আব্দুল্লাহ মামুন (১৯)। তারা সিলেট থেকে মাহফিলে যোগ দিতে এসেছিলেন বলে জানিয়েছেন।

পুলিশ জানায়, মাহফিলে প্রবেশের সময় দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছিল। এক পর্যায় তল্লাশি করে তাদের কাছ থেকে দুই বোতল পিপার স্প্রে পাওয়া যায়।

শাহবাগ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গুল নাহার ঢাকাটাইমসকে বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান থেকে দুইজনকে আটক করা হয়েছে। তবে তারা কী কারণে আটক আছে জানি না।’

শাহবাগ থানার এসআই মোহাম্মদ নিয়াজ ঢাকাটাইমসকে বলেন, ‘সোহরাওয়ার্দীতে দুই যুবক পিপার স্প্রে নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এসময় তাদের দেহ তল্লাশি করে দুই বোতল পিপার স্প্রে পাওয়া যায়। এই স্প্রে কারও চোখে গেলে জ্বালা-যন্ত্রণা করে। বর্তমানে তারা থানায় আছে।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ঢাকাটাইমসকে বলেন, ‘আমি সকাল থেকেই ভেতরে ডিউটিতে আছি। এমন কোনো ঘটনা আমার জানা নেই। তবে হতে পারে খোঁজ নিতে হবে।’

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :