গোপালগঞ্জে নৌকা বাইচ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৮, ২১:০৩

কার্তিক পূজা উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

প্রতি বছরই কার্তিক পূজা উপলক্ষে মধুমতি নদীর বিলরুট ক্যানেলে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে হাজার হাজার নারী-পুরুষ এ বাইচ উপভোগ করেন।

শত বছর ধরে এ নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়ে থাকে। উলপুর গ্রামবাসীর আয়োজনে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান খান, জেলা আওয়ামী লীগ নেতা মৃনাল কান্তি রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ প্রমুখ।

পরে নৌকা বাইচে অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ উপলক্ষে নদীর দুই পাড়ে বসে মেলা। মেলা থেকে লোকজন নানা জিনিসপত্র কিনে নিয়ে যান।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :