মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব হলেন কামরুন নাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৩:৪০ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ১৩:৩৪

প্রধান তথ্য অফিসার কামরুন নাহারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কামরুন নাহারকে প্রেষণে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। তার চাকরির মেয়াদ আছে আগামী বছরের নভেম্বর পর্যন্ত। অবসরোত্তর ছুটি শুরুর আগে তাকে নিজের ক্যাডারে ফিরে আসতে হবে।

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা কামরুন নাহার এর আগে তথ্য অধিদপ্তরের প্রধান ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড-এর ভাইস চেয়ারম্যানের পদসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

২০১২ সালের ফেব্রুয়ারিতে কামরুন নাহারকে প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় সরকার। ওই পদে দায়িত্বে তিনিই দেশের প্রথম নারী।

কামরুন নাহারের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ১৯৮৩ সালে মাস্টার্স করার পর তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা করেন।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :