রৌমারীতে শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অনুদানের নামে প্রতারণা

তৌহিদুল বকসী ঠান্ডা, কুড়িগ্রাম
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৬

কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের অনুদান দেয়ার নামে একটি চক্রের প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানসহ শিক্ষকরা হয়রানি হচ্ছেন।

শিক্ষা কর্মকর্তারা বলছেন, যে প্রকল্পের নামে অনুদানের কথা বলা হচ্ছে, সেই নামে কোনো প্রকল্প নেই।

গত ৭ নভেম্বর জেলার রৌমারী উপজেলার রৌমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেজমেন্ট কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীরের কাছে ‘উপসচিব’ পদধারী এম আশরাফুল আলম চৌধুরী (উপসচিব) নামের এক ব্যক্তির স্বাক্ষরিত একটি চিঠি আসে। ‘বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ও ইউরোপিয়ান কমিশনের যৌথ উদ্যোগে প্রচলিত প্রমোট (বিদ্যালয় উন্নয়ন-দ্বিতীয় প্রকল্প)’ থেকে এককালীন অনুদানের চিঠিতে লেখা, ‘আপনার বিদ্যালয় উন্নয়নের জন্য আমরা এককালীন কিছু আর্থিক সাহায্য করতে ইচ্ছুক। চিঠি পাওয়া মাত্রই ০১৫৫৬৫৫৮৩১৪ নম্বরে কথা বললে বাধিত হব।’ আর্থিক অনুদানের কথা জেনে তিনি মোবাইল ফোনের ওই নম্বরে যোগাযোগ করলে তাকে জানানো হয় ‘অনুদান দেয়া হবে তবে টাকা লাগবে।’

অধ্যক্ষ হুমায়ুন কবীর অভিযোগ করে বলেন, ‘ওই চিঠি পাওয়ার পর মোবাইল ফোনে যোগাযোগ করি আমি। উনি আমাকে বলেন, 'আপনার প্রতিষ্ঠানের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ সরাসরি আপনার নামে চলে যাবে। এ জন্য খরচ হিসেবে আপনি দ্রুত ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিন।’

হুমায়ুন কবির বলেন, ‘বিষয়টি যাছাই করতে গিয়ে জানতে পারি উপজেলার প্রায় সব প্রতিষ্ঠানে একই ধরনের চিঠি পাঠানো হয়েছে। তখন বুঝতে পারলাম এটি ভুয়া ও অর্থ হাতিয়ে নেয়ার ধান্ধা।’

একই ধরনের অভিযোগ করেন রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়, যাদুরচর উচ্চ বিদ্যালয়, টাপুরচর বিজি উচ্চ বিদ্যালয়, রৌমারী বালিক উচ্চ বিদ্যালয়, কেরামতিয়া ফাযিল মাদ্রাসা, কোমরভাঙ্গি উচ্চ বিদ্যালয় ও দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের প্রধানরা।

সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা বলেন, ‘আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ের এ ধরনের কোনো প্রকল্প নেই। এম আশরাফুল আলম চৌধুরী নামের ভুয়া উপসচিব স্কুলে স্কুলে ফোন করে ও চিঠি দিয়ে ৫০ হাজার টাকা করে দাবি করছে।

এ ব্যাপারে কথা বলার জন্য ওই চিঠিতে দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করলে ও প্রান্ত থেকে বলা হয়, তিনি এম আশরাফুল আলম চৌধুরী নামের ওই ব্যক্তি নন। তবে নম্বরটি তার। আবার ফোন করে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নাম দিয়ে আপনি কী করবেন? আমি তো বলছি ওই ব্যক্তি আমি নই। হয়তো কেউ নম্বর লিখতে ভুল করে আমার নম্বর দিয়েছে। নানা ধরনের কথা বলতে শোনা গেছে।’

কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, ‘বিষয়টি আমাকে অনেক প্রতিষ্ঠানপ্রধান ফোন করে জানালে তাদের প্রমোট নামের কোনো প্রকল্প নেই বলে আমি নিশ্চিত করেছি। এটা নিছক প্রতারণা ছাড়া কিছুই না। তবে ভুয়া এ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত।’

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী কালা জরিপ গ্রেপ্তার, যেভাবে তার উত্থান

চিকিৎসার জন্য ভারতে গিয়ে এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ!

সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুর্দিন দেখছেন পটুয়াখালীর জেলেরা

রাণীনগরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: সিমিন হোসেন

বিচারের আগে আটক ব্যক্তির ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধ করা হবে: আইজিপি

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. আনিকা

বান্দরবানে যৌথবাহিনীর অভিযান, কেএনএফ সদস্যদের হতাহতের খবর

পাহাড়ে আমের বাম্পার ফলন, চাষির মুখে হাসি

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষকসহ নিহত ৪

এই বিভাগের সব খবর

শিরোনাম :