সিরাজদিখানে নদী পাড়ের মাটি হরিলুট

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৯:২২ | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০১৭, ১৬:৫৯

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নদীর পাড়ের সরকারি খাস খতিয়ানের জমির মাটি হরিলুটে ব্যস্ত হয়ে পড়েছে ভূমি দস্যুরা। রীতিমতো চুরির মহোৎসব। লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে এসব মাটি কেটে নিয়ে যাচ্ছে ভূমি দস্যুরা। এসব জমি কিনে নিচ্ছে ইটভাটার মালিকরা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার কেয়াইন ইউনিয়নের বড় বর্তা মৌজার ধলেশ্বরী নদীর পাড় কেটে প্রতিবছরের ন্যায় এবারও শুরু হয়েছে সরকারি খাস খতিয়ান ও লিজকৃত জমির মাটি কাটা। ভূমিদস্যুরা রাতভর মাটি ট্রলারে ভরছে। ভোর ৪টা থেকে সকাল ৮ টার মধ্যে এ সকল ট্রলার চলে যাচ্ছে নির্দিষ্ট ইটভাটার উদ্দেশ্যে।

অভিযোগ রয়েছে, উপজেলার বড় বর্তা (মধ্যচর) গ্রামের মজিদ মিয়ার ছেলে মো.আলাউদ্দিন (৫৫) ও শাজাহান মিয়ার ছেলে শাহ আলম (৪০) নামে দুই ভূমিদস্যুর নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে এ কাজ করে যাচ্ছে। প্রতিরাতে ০৮/১০ টি ট্রলারে করে তারা মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে করে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।

কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী শেখ ঢাকাটাইমসকে জানান, মাটিকাটা চক্রটিকে আমরা ধরার জন্য চেষ্টা করছি। কিন্তু গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন এরা নিরাপদেই মাটি কেটে নিয়ে যায়। এ ব্যাপারে প্রশাসন উদ্যোগ নিলে আমারা সহযোগিতা করবো।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, আমি কোনো অভিযোগ পাইনি। সরকারি জায়গার মাটি কাটলে সরকারি স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ^াস দেন।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

বহিষ্কৃত কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: অন্তর্বাসে লুকিয়ে রাখার ডিভাইস দিতো চক্রটি, ৫ মিনিটে শেষ হতো উত্তর

চক্রের টার্গেট নিম্ন আয়ের মানুষ, চাকরির প্রলোভনে ভারতে নিয়ে কিডনি বিক্রি

আনসারুল্লাহ বাংলা টিমের এজাহারভুক্ত পলাতক সদস্য গ্রেপ্তার

মিল্টনের ডেরায় পাওয়া যুবকের পেটে কাটা দাগ, রহস্য জানতে স্বাস্থ্য পরীক্ষা!

টাকায় কেনা কারিগরি বোর্ডের সনদের তালিকা পেয়েছে ডিবি

বেইলি রোডে আগুন: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে ‘কাচ্চি ভাই’র মালিক

৪২০ টাকা মূল্যের ওমানি মুদ্রা লাখে বিক্রি, গ্রেপ্তার ৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীতে র‌্যাবের হাতে ১২ চাঁদাবাজ গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :