না মানলেও এই সিইসিই থাকবেন: বিএনপিকে আইনমন্ত্রী

নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আওয়ামী লীগের তালিকা থেকে বানানো হয়নি জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বিএনপির উদ্দেশে বলেছেন, ‘আপনাদের কথায় নতুন সিইসি পদত্যাগ করবেন না। বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে অংশ নিতে হবে। আপনারা মানেন বা না মানেন এই নির্বাচন কমিশনই থাকবে।’
শুক্রবার আখাউড়া উপজেলার দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মোবাইল থেরাপি ভ্যান কার্যক্রমের উদ্বোধন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির সময় আজিজ মার্কা নির্বাচন আমরা দেখেছি। তাই তাদের (বিএনপি) কাছ থেকে শিখতে হবে না কিভাবে নির্বাচন কমিশন গঠন করতে হয়।’
আনিসুল হক বলেন, ‘রাষ্ট্রপতি সব নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দেশের বরেণ্য ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করেছিলেন। সেই সার্চ কমিটির দেয়া ১০ জনের নাম থেকে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন।’
এসময় প্রতিবন্ধীদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নিজেদের দোষে কেউ প্রতিবন্ধী হয় না। তারা এখন আর অসহায়ও নন, তাদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন।’
প্রতিবন্ধীদের অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনাদের কান্না আমি বহন করবো। আপনাদের জন্য শেখ হাসিনা আছেন, আমিও আছি।’
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুন নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।
এর আগে মন্ত্রী প্রতিবন্ধীদের জন্য মোবাইল থেরাপী ভ্যান কার্যক্রমের উদ্বোধন এবং ৫০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/জেবি)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ৫

চাঁপাইনবাবগঞ্জে ব্রোকলির বাণিজ্যিক চাষে সাফল্য

চা-শ্রমিককে বিক্রেতা সাজিয়ে কোটি টাকার জমির দলিল

সিরাজগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ৭

শেবাচিমে ইনজেকশনে ১৯ রোগী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

ফরিদপুরে গৃহবধূ সাবিয়া হত্যায় একজনের ফাঁসি, ৮ জন খালাস

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

স্কুলছাত্র হত্যায় দুই অপহরণকারী কারাগারে

চলন্ত বাস থেকে পড়ে যুবক নিহত
