দিদার খানের 'প্রেমের সময় প্রেম' বাজারে

ভালোবাসা দিবসে বাজারে এসেছে তরুণ কণ্ঠশিল্পী দিদার খানের একক অ্যালবাম ‘প্রেমের সময় প্রেম’। এটি মোট পাঁচটি গান দিয়ে সাজানো হয়েছে। এরমধ্য রয়েছে- প্রেমের সময় প্রেম, তোর চিঠি, কালবেলা, মোর প্রিয়া এবং কষ্ট। গীতিকার কিশোর কুমার কনক, রাইয়ান মাহাফুজের রচনায় গানগুলোতে সুর করেছেন শিল্পী নিজেই। অ্যালবামটি প্রযোজনা প্রতিষ্ঠান সুরাঞ্জলীর ব্যানারে বাজারে এসেছে।
অ্যালবাম প্রসঙ্গে দিদার ঢাকাটাইমসকে বলেন, ‘আমার নতুন এ অ্যালবামটি পাঁচটি গান নিয়ে সাজানো হয়েছে। যার মধ্যে খুব শিগগিরিই মোর প্রিয়া, তোর চিঠি গান দুটির মিউজিক ভিডিও বের হবে। গানগুলো শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’
গত এক বছর ধরে অ্যালবামটির নিয়ে কাজ করছেন জানিয়ে এ শিল্পী বলেন, ‘খুব তাড়াহুড়া করে নয়। সময় নিয়ে অ্যালবামটির কাজ শেষ করেছি। এখানে পাঁচটি গানই পাঁচ রকম। একেবারেই ভিন্ন ঢংয়ের। অ্যালবামটি নিয়ে আমি খুব আশাবাদী।’
এর আগে এ তরুণ শিল্পীর একক অ্যালবাম রঙিন মন ও মিক্সড অ্যালবাম টিপ টিপ বৃষ্টি প্রকাশিত হয়েছে।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসজেআর/জেবি)

মন্তব্য করুন