‘জঙ্গিবাদের বিরুদ্ধে দেশবাসী ঘুরে দাঁড়িয়েছে’

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০১৭, ২০:১৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জঙ্গিবাদ, নৈরাজ্য, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে দেশবাসী আজ ঘুরে দাঁড়িয়েছে। মাদক একেবারে নির্মূল করা সম্ভব না হলেও নিয়ন্ত্রণ করা গেছে।’

বৃহস্পতিবার বিকালে যশোর জিলা স্কুল মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বুধবার রাতে আপনারা দেখেছেন- চট্টগ্রামে পুলিশ দক্ষতার সাথে জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। ১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে অনেক ফারাক। আমরা পুলিশের জনবল আর দক্ষতা বৃদ্ধি করেছি বলেই এটা সম্ভব হয়েছে।’

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্রের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার ষড়যন্ত্র হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তাকে হত্যার সুযোগ খুঁজছে। তাই, আমাদের সতর্ক থাকতে হচ্ছে।’

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কেউ এ ধরনের অপরাধের সাথে জড়িত হন- তাকে কঠোর শাস্তি পেতে হবে। হাজার বছর ধরে সবধর্মের মানুষ এদেশে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। এই ঐতিহ্য বিনষ্টের চেষ্টা করা হলে তাদের সঠিক বিচার করা হবে।’

সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। সামনে নির্বাচন আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় বাংলাদেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে, তা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে হবে।’

জেলা পুলিশ প্রশাসন ও যশোর পৌরসভার আয়োজনে সমাবেশে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য মনিরুল ইসলাম, সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

সমাবেশ থেকে যশোর শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার প্রক্রিয়া, যশোর পৌর এলাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্সমুক্তকরণ এবং ‘হ্যলো যশোর’ পুলিশ অ্যাপস-এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই অনুষ্ঠানে ৮৬৬ জন মাদকবিক্রেতা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন। তারা আর মাদক বিক্রি না করার অঙ্গীকার করেন।

(ঢাকাটাইমস/১৬মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

চলতি মাসেও বেশি থাকবে তাপমাত্রা, বৃষ্টিপাত বেড়ে বন্যার শঙ্কা

স্মার্ট বাংলাদেশ গড়তে খ্রিষ্টান সম্প্রদায়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: ধর্মমন্ত্রী

শুক্রবার রাতেও রাজধানীতে বৃষ্টির আভাস অ্যাকুওয়েদারের

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৪ বছরে বাংলাদেশের অবনতি ৪২ ধাপ

কোথাও বৃষ্টি কোথাও নেই, কেন এমন হয়

শনিবার থেকে ট্রেনভাড়া বাড়ছে, জানুন কোন রুটে কত

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: উদ্ধার সহায়তায় বিজিবি

নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের 

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩

এই বিভাগের সব খবর

শিরোনাম :