স্রষ্টার কৃতজ্ঞতা আদায়ের পদ্ধতি

ইসলাম ডেস্ক
  প্রকাশিত : ২২ মার্চ ২০১৭, ২২:০৬| আপডেট : ২২ মার্চ ২০১৭, ২২:০৮
অ- অ+

আমাদের ওপর আল্লাহ তায়ালার যে কত নেয়ামত রয়েছে কোনো হিসাব নেই। কোরানে বলা হয়েছে, ‘তোমরা যদি আল্লাহ তায়ালার নেয়ামত গণনা করো তবে তা গণনা করে শেষ করতে পারবে না।’ দৃষ্টিশক্তি, বাকশক্তি, চিন্তাশক্তি, উপার্জন, সংসার, সন্তান-সন্তুতি, জমি, বাড়ি, ফসল, সম্মান, দেহের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অঙ্গ, বাতাস, পানি সবকিছুই আল্লাহর নেয়ামত। যে ব্যক্তি নিজেকে প্রচণ্ড সমস্যায় জর্জরিতভাবে সেও যদি গণনা করতে থাকে, তবে সেও নিজের জীবনে আল্লাহ তায়ালার হাজার হাজার নেয়ামতের অবদান দেখতে পাবে। প্রতিটি নেয়ামতের গুরুত্ব বুঝে আসে যখন এমন ব্যক্তির জীবনের দিকে তাকানো হয় যে, ওই নেয়ামত থেকে বঞ্চিত আছে।

বাস্তুহারা ভিক্ষুক যখন হাসপাতালের বিছানায় রাতের পর রাত ছটফট করতে থাকা যন্ত্রণায় কাতর কোনো ধনাঢ্য ব্যক্তিকে দেখবেন তখন তার বুঝে আসবে আল্লাহ তায়ালার কত গুরুত্বপূর্ণ নেয়ামত তিনি ভোগ করছেন। স্বাভাবিক ভদ্রতার চাহিদা ও দাবি হচ্ছে উপকারীর কৃতজ্ঞতা আদায় করা। মানুষের জীবনের সবচেয়ে উপকারী সত্তা হচ্ছেন মানুষের জীবন-মরণের মালিক আল্লাহ। কিন্তু কতজন মানুষ সেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে? তিনি নিজেই বলেন, ‘আমার বান্দাদের মধ্যে খুবই অল্পসংখ্যক বান্দা আমার শোকর আদায় করে।’

মানুষ যখন আল্লাহর নেয়ামত ভোগ করে কিন্তু তার শোকর আদায় করে না, আল্লাহ তখন বান্দার ওপর অত্যন্ত রাগান্বিত হন। তাকে দুনিয়াতেই শাস্তি দেন। কোরানে এ ধরনের শাস্তির একটি উদাহরণ রয়েছে। এক গ্রামের বাসিন্দারা সবাই খুব সুখে ও নিরাপদে ছিল। চতুর্দিক থেকে তাদের জন্য রিজিক আসত। পরে তারা আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা করল। ফলে আল্লাহ তাদের অভাব দিলেন ও ভীতসন্ত্রস্ত রাখলেন। এটা তাদের কর্মের কারণেই হয়েছে। আমাদের সমাজে অনেক মানুষ পাওয়া যায় যারা এক সময় অনেক ধনী ছিল। তাদের সবকিছুই ছিল কিন্তু এখন নিঃস্ব। তাদের পরিবর্তিত এ পরিস্থিতি কি অকৃজ্ঞতার শাস্তি নয়!

আল্লাহর শোকর তিনভাবে আদায় করতে হয়। এক. সব ইতিবাচক সংবাদ ও তথ্যের আগে আলহামদুলিল্লাহ বলা। দুই. আল্লাহর দেয়া নেয়ামতগুলো তার নির্দেশিত কাজে ব্যবহার করা। তিন. আল্লাহর নেয়ামত ভোগ করা, এ ক্ষেত্রে কোনো কৃপণতা না করা। আল্লাহর নেয়ামত ভোগের পর এর কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ যেমন খুশি হবেন তেমনি বাড়বে নেয়ামতের পরিমাণ।

(ঢাকাটাইমস/২২মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা