কুড়িগ্রামে ডোবা থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০১৭, ২১:২২
অ- অ+
ফাইল ছবি

কুড়িগ্রামে ডোবা থেকে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আফজাল হোসেন (২২)।

মঙ্গলবার সকালে আফজাল হোসেনের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত যুবক কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের পারুলের পাড় গ্রামের আইয়ুব আলীর ছেলে বলে জানা গেছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান জানান, সোমবার বিকেলে রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের একটি ডোবাতে তার লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত যুবকের পারিবারিক সুত্রে জানা গেছে, কলেজে লেখাপড়ার পাশাপাশি আফজাল হোসেন রংপুর সিটি কর্পোরেশন অফিসে মাস্টাররোলে পিয়নের কাজ করত। গত ১ এপ্রিল সন্ধ্যার সময় রংপুর থেকে ৭ দিনের ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে আসে। গত ৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তার মোবাইলে অজ্ঞাতনামা এক ব্যক্তির মোবাইল থেকে কল আসে। কথা বলতে বলতে আফজাল হোসেন বাড়ির বাইরে চলে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল।

অনেক খোঁজাখুজির পর আফজাল হোসেনকে না পেয়ে তার পিতা আইয়ুব আলী উলিপুর থানায় সাধারণ ডাইরি করেন।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
আমাদের সংগ্রাম আওয়ামী হিন্দুস্তানের বিরুদ্ধে: জাগপা
ধামাকা শপিংয়ের চেয়ারম্যান এম আলীকে গ্রেপ্তার দেখাল পুলিশ, আদালতে প্রেরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা