কুড়িগ্রামে ডোবা থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রামে ডোবা থেকে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আফজাল হোসেন (২২)।
মঙ্গলবার সকালে আফজাল হোসেনের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত যুবক কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের পারুলের পাড় গ্রামের আইয়ুব আলীর ছেলে বলে জানা গেছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান জানান, সোমবার বিকেলে রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের একটি ডোবাতে তার লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত যুবকের পারিবারিক সুত্রে জানা গেছে, কলেজে লেখাপড়ার পাশাপাশি আফজাল হোসেন রংপুর সিটি কর্পোরেশন অফিসে মাস্টাররোলে পিয়নের কাজ করত। গত ১ এপ্রিল সন্ধ্যার সময় রংপুর থেকে ৭ দিনের ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে আসে। গত ৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তার মোবাইলে অজ্ঞাতনামা এক ব্যক্তির মোবাইল থেকে কল আসে। কথা বলতে বলতে আফজাল হোসেন বাড়ির বাইরে চলে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল।
অনেক খোঁজাখুজির পর আফজাল হোসেনকে না পেয়ে তার পিতা আইয়ুব আলী উলিপুর থানায় সাধারণ ডাইরি করেন।
(ঢাকাটাইমস/১১এপ্রিল/প্রতিনিধি/ইএস)