ময়মনসিংহে চড়ক পূজা অনুষ্ঠিত

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০১৭, ১৬:৫৬

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকার পাড়াটঙ্গি কাঠগড়া ঋষিপাড়ায় হিন্দু অন্তজ সম্প্রদায়ের চৈত্র সংক্রান্ত ও পহেলা বৈশাখ উপলক্ষে চড়কপূজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল থেকে শনিবার বিকাল পর্যন্ত এ পূজা হয়। পূজা উপলক্ষে বসে চড়ক মেলা।

অন্তজ সম্প্রদায়ভুক্তদের একটি বড় ধর্মীয় উৎসব হিসেবে এই পূজা ও মেলা বিবেচিত হয়ে আসছে। এই বিশেষ দিনে চড়কপূজা অনুষ্ঠিত হলেও এর প্রস্তুতি চলে টানা পনের দিন। শিব পার্বতীর পালা গেয়ে আয়োজকরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়।

চাল-ডাল, টাকা-পয়সা, মাগন (ভিক্ষা ) তুলে পূজার খরচ জোগাড় করে। চড়ক পূজাকে ঘিরে এই উৎসব উপভোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে অগণিত শিশু ও নারী পুরুষের সমাগম ঘটে। শিব-পার্বতীর (হর-গৌরী) পালা উৎসব অন্তজ শ্রেণির মধ্যে দেখা গেলেও এটি আবহমান বাংলার একটি পরিচিতি উৎসব।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এমডি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :