বিজ্ঞানের জন্য যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ১৫:১৬

প্রকৃত তথ্যের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের প্রতিবাদে বিশ্বজুড়ে হাজার-হাজার বিজ্ঞানী অংশ নিয়েছেন ‘মার্চ ফর সায়েন্স’ বা বিজ্ঞোনের জন্য যাত্রা নামক এক বিক্ষোভে। ধরিত্রী দিবসকে সামনে রেখে প্রথমবারের মত এই বিক্ষোভ আয়োজন করা হয়। মার্চ থেকে পরিবেশ সুরক্ষার বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানের জন্য যাত্রা থেকে আয়োজকরা, বিজ্ঞানীদের সুরক্ষা এবং তাদের প্রতি সমর্থনের আহ্বান জানান। দিনের প্রধান মিছিলটি অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসিতে।

উদ্যোক্তারা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করা এই মার্চের উদ্দেশ্য নয়, যদিও প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড "অনুঘটকের" কাজ করেছে।

ওয়াশিংটন ডিসির মিছিলে ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্সের নির্বাহী পরিচালক জনাথন ফলি বলেন, বিজ্ঞানীদের গবেষণাকে অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং রাজনীতিবিদরা গবেষণাকর্মকে যেভাবে আঘাত করছেন তা নির্যাতনের সমান। আমাদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিবেশবিষয়ক বিজ্ঞানকে তারা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করছে। যে বিজ্ঞান আমাদের সবচেয়ে মূল্যবান বিষয়গুলোকে সুরক্ষা করে। এর ফলে কিছু মানুষ হয়তো দুর্ভোগে পড়বে, কিছু মানুষ মারা যাবে।

অস্ট্রেলিয়ার সিডনিতেও বড় মিছিল করেন বিজ্ঞান সমর্থকেরা বিক্ষোভকারীরা বলেন, বৈজ্ঞানিক তথ্যের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে।

জার্মানির বার্লিনসহ বিশ্বের বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ।

অস্ট্রিয়ার ভিয়েনায় আয়োজকদের ফেসবুক পেজে বলা হয়েছে, হোয়াইট হাউজে ট্রাম্প আসার পর থেকে যে আন্দোলন শুরু হয়েছে তাতে অংশ নিতে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। অতীতে ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে একটি ভেলকিবাজি হিসেবে মন্তব্য করেছিলেন। তার এই দৃষ্টিভঙ্গি বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের কেউ কেউ বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত তথ্যের বিষয়েও সন্দিহান হয়ে পড়ছেন।

অস্ট্রিয়ার ভিয়েনায়ও হয়েছে মিছিল। সুইজারল্যান্ডের জেনেভায় ও লন্ডনে বহু মানুষ এই সমাবেশে অংশ নেয়।

মার্চ ফর সায়েন্সের আরেকটি লক্ষ্য হচ্ছে বিজ্ঞানী এবং তাদের গবেষণাকর্মকে সাধারণ মানুষের আরো কাছে নিয়ে আসা। আয়োজকরা মনে করেন, সাধারণ মানুষদের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করাটা বিজ্ঞানীদের জন্য কঠিন হতে পারে এবং তারা এই মার্চ থেকে বিজ্ঞানীদেরও রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ করছেন, যাতে তাদের কথা তারা কার্যকরভাবে তুলে ধরতে পারেন।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :