হেলিকপ্টারের ভেতরেই পড়ে গেলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৪, ১৫:১৭| আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৬:২৪
অ- অ+

ফের চোট পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হেলিকপ্টারের ভেতরেই হোঁচট খেয়ে পড়ে যান তিনি।

জানা গেছে, ভোটের প্রচারে রাজ্যের বিভিন্ন জেলাতে যেতে হচ্ছে মমতাকে। শনিবার আসানসোলে লোকসভা ভোটের দুটি প্রচারসভা রয়েছে মমতার। তাই দুর্গাপুর থেকে পশ্চিম বর্ধমানের আসানসোলের উদ্দেশে রওনা দেওয়ার জন্য হেলিকপ্টারে চড়তে যাচ্ছিলেন। আর সেই সময়ই ঘটল বিপত্তি। হেলিকপ্টারের সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাচ্ছিলেন। সিটে বসতে যাওয়ার আগে আচমকাই হোঁচট খান মমতা। এতে চোটও পেয়েছেন। যদিও এ ঘটনার পরও সেই হেলিকপ্টারেই আসানসোলের উদ্দেশে রওনা দেন তিনি।

সম্প্রতি বেশ কয়েকবার চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। গত জানুয়ারি মাসে বর্ধমানের একটি সরকারি অনুষ্ঠান থেকে ফিরছিলেন তিনি। তবে সেই সময় আকাশ ছিল ঘন কুয়াশায় ঢাকা। তাই হেলিকপ্টারের পরিবর্তে সড়ক পথে গাড়ি করে ফিরছিলেন মমতা। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তিনি এবং চোট পান মাথায়।

এছাড়াও গত মাসে কালীঘাটের নিজের বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মমতা। সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ায় কপাল ফেটে যায় এবং রক্ত বেরোতে থাকে। প্রথমে তাকে বাড়ির ভেতরে এবং পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র: আনন্দবাজার

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা