ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১১:৪৭ | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪, ১১:৪৫

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। স্থানীয় সময় শনিবার রাত ১১টা ২৯ মিনিটে দেশটির পশ্চিম জাভা প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সেই সঙ্গে সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১১টা ২৯ মিনিটে ৬ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল গারুত রিজেন্সির ১৫১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

রাজধানী জাকার্তা এবং নিকটবর্তী প্রদেশ ব্যানটেনের পাশাপাশি সেন্ট্রাল জাভা, যোগিয়াকার্তা এবং পূর্ব জাভা প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।

এপির এক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পরে কোনো সুনামি সতর্কতা জারি করেনি আবহাওয়া সংস্থা।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :