চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০১৭, ১৭:০২
অ- অ+

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১ টার দিকে তার নিজ বাড়ি পাইপের গোরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লোকমান হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ইউপি মেম্বার ছিলেন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

ওসি জানান, ইউপি মেম্বার লোকমান রাতে একটি মিলাদ মাহফিল থেকে নিজ বাড়িতে ফেরার পথে বাড়ি থেকে দুইশ গজের মধ্যে তাকে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে এবং ছুরিকাঘাত করে হত্যা করে। পুলিশ তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের ব্যাপারে আলামত সংগ্রহ ও তদন্ত চলছে বলে জানান তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, হাটহাজারী থেকে সন্ত্রাসী হামলায় আহত একজন ইউপি মেম্বারকে হাসপাতালে আনার পর রাত আড়াইটার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বুকে ও পেটে ছুরিকাঘাত রয়েছে।

(ঢাকাটাইমস/১৮মে/প্রতিনিধি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলে দিল হল
প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
র‌্যাবের নতুন মুখপাত্র উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী
জমি নিয়ে বিরোধে ছাত্রলীগ নেতাদের হামলায় যুবদল নেতাসহ আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা