ভ্যাট আইনকে স্বাগত জানিয়েছে আইএফএম

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ জুন ২০১৭, ২২:৩৮
অ- অ+

নতুন ভ্যাট আইনকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খবর বাসসের।

নতুন ভ্যাট (মূল্য সংযোজন কর) আইন আগামী জুলাই থেকে কার্যকর হবে। বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ২০১৭-১৮ অর্থবছরে সব পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেন, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা।

বৃহস্পতিবার আইএমএফ এর নির্বাহী বোর্ডের পরিচালকবৃন্দ এক বিবৃতিতে নতুন ভ্যাট প্রণয়নে সরকারকে স্বাগত জানায়।

বিবৃতিতে আইএমএফ জানিয়েছে, নতুন ভ্যাট পরিকল্পনা প্রবর্তনের ফলে কর প্রশাসনের উন্নয়ন, রাজস্ব ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং সামাজিক খাতে ব্যয় নির্ধারণে সহায়ক হবে।

নতুন ভ্যাট আইনের কারণে পণ্যমূল্য বাড়বে না বলে মনে করছে রাজস্ব বোর্ড (এনবিআর)। অপরদিকে ব্যবসায়ী মনে করেন, সকল ক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট যদি আদায় করা হয় তাহলে বেড়ে যাবে পণ্যমূল্য। তাই তারা এ হার কমানোর দাবি জানিয়ে আসছে।

(ঢাকাটাইমস/০৯জুন/জেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদ্মা সেতু দুর্নীতি মামলা: ফের অনুসন্ধানে দুদক, মোশাররফের বিরুদ্ধে অনিয়মের তথ্য উদঘাটন
যশোরে ঢালাইয়ের সময় ছাদ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা