ময়মনসিংহে বাবা-ছেলে হত্যায় তিনজনের যাবজ্জীবন

মংমনসিংহ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০১৭, ১৮:০৭
অ- অ+

ময়মনসিংহ সদর উপজেলার চরজেলখানা এলাকায় বাবা-ছেলেকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া চারজনকে এক বছর করে করাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

ময়মনসিংহের বিশেষ জজ শেখ আব্দুল আহাদ মঙ্গলবার এই রায় দেন।

এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা এবং অন্য চারজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন রফিক, আকবর ও সেলিম। এদের মধ্যে সেলিম পলাতক রয়েছেন।

সরকারি পাবলিক প্রসিকিউটর শেখ আবুল হাসেন জানান, ২০০৩ সালের ১২ অক্টোবরে জমি নিয়ে বিরোধের জের ধরে হরমুজ আলী ও তার ছেলে শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় হরমুজের ভাই আনোয়ারুল হক বাদী হয়ে ২২ অক্টোবর ১৩ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষ আদালত আজ এই রায় দেন।

ঢাকাটাইমস/১৩জুন/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল
বাংলাদেশ আইসিসি থেকে সুখবর পেল
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা