ঈদে সাগর শাহ্‌রিয়ারের ‘শেষ কথা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১৮:৩১
অ- অ+

কণ্ঠশিল্পী সাগর শাহ্‌রিয়ারের একক অ্যালবাম ‘শেষ কথা’ প্রকাশ হচ্ছে আসছে ঈদে। এই অ্যালবামে থাকছে ৪টি গান। গানের কথা লিখেছেন গীতিকার মিলন খান, প্রসেনজিৎ ওঝাঁ, সোহরাব হোসেন ও নাসির উদ্দিন। সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রণব ঘোষ।

সাগর শাহ্‌রিয়ার বলেন, ‘শেষ কথা’ আমার প্রথম একক অ্যালবাম। আমি আগে শ্রোতাদের কাছে গানগুলো পৌঁছাতে চাই। শ্রোতাদের ভাল লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে এবং আগামীতে আরও ভাল গান নিয়ে আসব।’

আপাতত এই শিল্পী নিজের ইউটিউব চ্যানেল থেকে গানগুলো প্রকাশ করবেন বলে জানিয়েছেন। সাগর শাহ্‌রিয়ার আরও বলেন, ‘সবগুলো গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে।’

গানের মডেল হিসেবে থাকছেন মাহ্‌বুবা লুনা ও শিল্পী নিজেই। নিজের কথা ও সুরে শিগগির আরও কয়েকটি অ্যালবাম প্রকাশ করবেন সাগর শাহ্‌রিয়ার। সংগীত পরিচালক ও উইন্ডস্‌ ব্যান্ডের গিটারিস্ট মাকসুমুল হুদা বাড্ডু ও তমাল হাসানের সংগীতায়োজনে গানগুলোর রেকর্ডিং কিছুদিন আগে শেষ হয়েছে বলে জানা গেছে। মিউজিক ভিডিওর নির্মাণ কাজ শেষ হলে গানগুলো প্রকাশ হবে।

ঢাকাটাইমস/১৮জুন/এমইউ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা