ঈদে সন্ত্রাসী হামলার হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০১৭, ১৬:৩৭
ফাইল ছবি

আসন্ন ঈদকে ঘিরে কোনো ধরনের সন্ত্রাসী হামলার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে তিনি জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী বসে নেই, জনসাধারণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।

বুধবার ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেট পরিদর্শন শেষে নিউ মার্কেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

গত ঈদে কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা হয়েছে, এবারের ঈদে কোনো ধরনের সন্ত্রাসী হামলার হুমকি আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো সন্ত্রাসী হামলার হুমকি নেই। তবে আমরা নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে কাজ করছি, আমরা বসে নেই।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আজ আমি বিভিন্ন মার্কেটের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছি। প্রতিটি মার্কেটের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মার্কেটে নিরাপত্তার জন্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মিজানুর রহমান, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেলী ফেরদৌউস, উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ও পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান।

(ঢাকাটাইমস/২১জুন/এএ/জিএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রাজধানীর ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট

সম্পদ অর্জনে এমপিদের পেছনে ফেলেছেন চেয়ারম্যানরা: টিআইবি

সড়ক দুর্ঘটনায় মৃত্যু: প্রতিশ্রুতি দিয়েও ক্ষতিপূরণ না দিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ 

রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের দায়িত্ব নিয়েছে শামসুল হক ফাউন্ডেশন: হারুন

মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত 

টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ

শিবনারায়ণ দাশের চোখে আলো দেখছেন মশিউর-আবুল কালাম

২০৫০ সালের মধ্যে প্রচণ্ড তাপপ্রবাহের সম্মুখীন হবে দেশের সাড়ে ৩ কোটি শিশু: ইউনিসেফ

চলতি মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সপ্তাহজুড়ে থাকবে বৃষ্টি

এই বিভাগের সব খবর

শিরোনাম :