শ্রমিকলীগ নেতার ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০১৭, ১৯:২২

প্রতিপক্ষের হামলায় খাগড়াছড়ি জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক সুরুজ মিয়ার ওপর হামলার ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির অনুসারীরা।

বুধবার সকালে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ-সমাবেশ থেকে হামলার জন্য খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম ও তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলমকে দায়ী করে এ আল্টিমেটাম দেয়া হয়।

ঘটনার প্রতিবাদে বুধবার সকালে শহরের কদমতলী এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির অনুসারীরা বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য মংশেপ্রু চৌধুরী অপু।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের উত্তর গঞ্জপাড়ায় ৮/১০ সন্ত্রাসী সুরুজ মিয়াকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়।

(ঢাকাটাইমস/২আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :