অপহৃত শিশু উদ্ধারসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫১

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে কোতোয়ালি থানার অপহরণ মামলার শিশু হাসিবকে উদ্ধার ও অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আনোয়ার হোসেন, অহিদা বেগম ওরফে কুট্টি এবং মো. শাহিন।

গতকাল শনিবার সন্ধ্যায় তাদের নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান।

উপকমিশনার বলেন, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আড়াই বছরের শিশু হাসিবের চিকিৎসার জন্য তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে আসেন তার মা। সঙ্গে তার বোন লামিয়াও ছিল।

চিকিৎসা শেষে হাসিবের মা হাসিনা বেগম দুই সন্তানকে হাসপাতালের বহির্বিভাগের সিঁড়ির গোড়ায় বসিয়ে ওষুধ কিনতে যান। ফিরে এসে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মেয়ে লামিয়ার সঙ্গে হাসপাতালের মর্গের গেটে দেখা হলে সে তার মাকে জানায়, একজন লোক এসে হাসিবকে মায়ের কাছে নেয়ার কথা বলে নিয়ে যায়। যাওয়ার সময় হাসিবের মায়ের মোবাইল ফোনের নম্বরও নিয়ে যায় লোকটি। পরে বিভিন্ন মোবাইল নম্বর থেকে হাসিনা বেগমের নম্বরে ফোন করে দুই লাখ টাকা মু্ক্তিপণ দাবি করে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গতকাল রাতে একটি মামলা করা হয়। মামলা নম্বর ৮।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মুরাদ ও সহকারী কমিশনার বদরুল আলম।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :