আলফাডাঙ্গা পৌরসভার প্রথম মেয়র মো. সাইফুর রহমান

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. সাইফুর রহমান সাইফার (নৌকা)। তিনি ৫ হাজার ৩৭৪ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান এ ফল ঘোষণা করেন।
নির্বাচন কর্মকর্তা জানান, সারাদেশের ন্যায় আলফাডাঙ্গা পৌরসভা ও উপজেলার তিন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. সাইফুর রহমান সাইফার। তিনি ৫ হাজার ৩৭৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মকিবুল হাসান পটু (জগ) পেয়েছেন দুই হাজার ৬১০ ভোট।বৃৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভার ভোটগ্রহণ চলে।
(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/ইএস)

মন্তব্য করুন