মুক্তির দাবির মধ্যে দ্বিতীয় দফায় রিমান্ডে রাশেদ

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৭:৪৬ | প্রকাশিত : ০৮ জুলাই ২০১৮, ১৭:৪২

নিঃশর্ত মুক্তির দাবির মধ্যেই পাঁচ দিনের রিমান্ডে শেষে কোটা আন্দোলনের নেতা রাশেদ খাঁনকে নতুন করে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

তথ্য প্রযুক্তি আইনের মামলাসহ দুটি মামলায় রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর এই আদেশ দেন।

গত ১ জুলাই গ্রেপ্তারের পরদিন রাশেদকে পাঁচ দিনের রিমান্ডে দেয়া হয়েছিল। এই রিমান্ড শেষেই পুলিশ রাশেদকে আদালতে হাজির করে নতুন করে রিমান্ডের আবেদন করে।

এই দুটি মামলার একটি করা হয়েছে তথ্য প্রযুক্তি আইনে এবং অন্য একটি গত এপ্রিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা হয়। এতে পুলিশের ওপর আক্রমণ এবং দায়িত্ব পালনে বাঁধার অভিযোগ আনা হয়। গোয়েন্দারা এই দুটি মামলায় রাশেদকে ২০ দিনের রিমান্ডে চেয়েছিলেন।

গত ২৭ জুন রাশেদ খাঁন ফেসবুক লাইভে এতে সাড়ে ১৮ মিনিট বক্তব্য রাখেন। এতে ‘রক্ত গরম হয়ে গেছে’ জানিয়ে অন্যদেরকে আবার আন্দোলনে নামতে তাগাদা দেন তিনি।

সেই সঙ্গে কোটা বাতিলের বিষয়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে প্রতারণা আখ্যা দেন তিনি। আর এই ঘোষণা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করতে না পারায় প্রশাসনের সমালোচনা করে বলেন, যে প্রশাসন আড়াই মাসেও এটা করতে না পারে, সেই প্রশাসনের দরকার নেই।

প্রবাসীদের উদ্দেশ্যে রাশেদ বলেন, ‘আপনাদের পাঠানো রেমিটেন্স ভিন্নখাতে ব্যবহার করা হচ্ছে।

তবে যে বক্তব্যটিতে পরিস্থিতি ঘোলাটে হয়, সেটা হচ্ছে: ‘মনে হচ্ছে তার বাপের দেশ। সে একাই দেশের মালিক। ইচ্ছামতো যা ইচ্ছা বলবে, আর আমরা কোনো কথা বলতে পারব না।’

এই কটূক্তি প্রধানমন্ত্রীকে করা হয়েছে অভিযোগ করে রাশেদের বিরুদ্ধে মামলা করেন ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান জয় এবং ১ জুলাই মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যদিও ২ জুলাই রিমান্ড আবেদনের শুনানিতে রাশেদ দাবি করেন ‘বাপের দেশ’ বক্তব্য তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেননি, যদিও কাকে উদ্দেশ্য করে এই বক্তব্য দিয়েছেন, সেটা তিনি বলেননি।

রাশেদকে গ্রেপ্তারের পাশাপাশি তার সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয় ৩০ জুন। এর প্রতিবাদ করতে গেলে ২ জুলাই হামলা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ছাত্র তরিকুল ইসলামকে এক ছাত্রলীগ নেতার হাতুড়িপেটার দৃশ্য তুমুল সমালোচনা তৈরি করেছে।

তখন থেকেই ছাত্রদের আন্দোলনকারী ছাত্রদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষক এবং বিভিন্ন সংগঠন রাশেদের মুক্তি দাবি করে আসছে।

ঢাকাটাইমস/০৮জুলাই/আরজেড/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :