৪০ হাজার টাকার ‘আমলকী’ গাছ

কাজী রফিকুল ইসলাম, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০১৮, ০৮:৩২

আমলকীর উপকারিতা জানেন না, এমন লোক মেলা ভার। তাই বলে একটি আমলকী গাছের দাম ৪০ হাজার টাকা!

আবার ভেবে বসবেন যেন গাছটি বুঝি খুব বড় কিংবা বয়সী বনসাই। না, তা নয়। গাছটির উচ্চতা মোটে পাঁচ ফুটের মতো।

তবে গাছটি দেশি নয়, থাই জাতের। ফলনও দেশি জাতের তুলনায় বেশি। দেশীয় গাছের তুলনায় উচ্চতায় কম হলেও আমলকীর আকার বেশ বড়।

জাতীয় বৃক্ষমেলায় থাই জাতের এই আমলকী গাছটি এনেছে আশুলিয়া গার্ডেন সেন্টার। মেলার ৪৪ ও ৪৫ নম্বর স্টলে দেখা মিলবে ৪০ হাজার টাকা মূল্যের গাছটির। মেলার এখন পর্যন্ত সবচেয়ে দামি গাছ এটি।

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে বসেছে মাসব্যাপী বৃক্ষমেলা।

দেশীয় গাছের বাজারে এই আমলকী গাছ নতুনত্ব সৃষ্টি করতে পারে বলে মনে করেন বিক্রেতারা। বিক্রেতা মো. রনি ঢাকাটাইমসকে বলেন, ‘আমাদের কালেকশনে আরও অনেক দামি গাছ আছে। মাত্র তো মেলা শুরু। এখনো আনা হয়নি। সপ্তাহ খানেকের মধ্যে চলে আসবে।’

এই বিক্রেতা আরও জানান, সারা বছর এসব গাছ তেমন বিক্রি হয় না। সব জায়গায় দামি গাছের কাস্টমার থাকে না। অনেক নার্সারি আছে, এত দামি গাছ ওঠানোর সাহস পায় না। তিনি বলেন, ‘আমরা নিয়মিত মেলা করি। মেলায় প্রচুর কাস্টমার আসে। এর মধ্যে অনেক কাস্টমার আছে যারা দামি গাছ কেনে।’

শুধু আমলকী নয়, এবারের মেলায় অন্য প্রজাতির আরও বেশ কিছু দামি গাছ নিয়ে আসার অপেক্ষায় আছে আশুলিয়া গার্ডেন সেন্টার নামের নার্সারিটি। তবে তার জন্য অপেক্ষা করতে হবে মেলার দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।

গতকাল বুধবার (১৮ জুলাই) শুরু হওয়া ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৮’ চলবে ১৮ আগস্ট পর্যন্ত।

(ঢাকাটাইমস/২০জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

হাওরে ৮০ শতাংশ পরিপক্ব হলে ধান কাটার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের

বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

বেইজিং পৌঁছে চীনা নগর-পল্লী মন্ত্রীর সঙ্গে এলজিআরডি মন্ত্রীর বৈঠক

শহীদ শেখ জামাল ছিলেন কৃতী খেলোয়াড় ও দক্ষ সংগঠক: ক্রীড়ামন্ত্রী

উপজেলা নির্বাচন: সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ

ভরিতে ৩১৫ টাকা কমলো সোনার দাম

বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ আবারও পাকিস্তানি কায়দায় ধর্মভিত্তিক রাষ্ট্র হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইন যেন তথ্য নিয়ন্ত্রণের জায়গা না হয়: টিআইবি

গাছ রক্ষায় মালি নিয়োগ দেবে ডিএনসিসি: মেয়র আতিক

আজ দেশের উদ্দেশে যাত্রা করবে এমভি আব্দুল্লাহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :