‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তবে বিএনপি পলিটিক্স করছে’

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০১৮, ২০:২৫

‘কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদ সড়কের’ দাবিতে যে আন্দোলন করছে সেটা যৌক্তিক’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহত হওয়ায় সবার হৃদয়ে নাড়া দিয়েছে, আমি নিজেও কেঁদেছি, কিন্তু বিএনপি সব কিছু নিয়ে পলিটিক্স করতে চায়। আমরা এ নিয়ে পলিটিক্স করি না। প্রধানমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের মৃত্যুতে দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশনে আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি রাজনীতি করার কোনো ইস্যু পায় না, তাই তারা যেটা পায়- সেটা নিয়েই কথা বলে। সড়ক দুর্ঘটনা মানবিক ব্যাপার- এখানে রাজনীতি টেনে আনা কারো উচিত নয়। যে চালক শিক্ষার্থীদের হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এতে কোন আপস নেই।

চরফ্যাশন পৌরসভার অর্থায়নে চরফ্যাশন কুলসুমবাগ সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে ৩ একর জায়গায় ২০ কোটি টাকা ব্যয়ে দক্ষিণাঞ্চলের বৃহৎ আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় বিশেষে অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

(ঢাকাটাইমস/২আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :