সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৮, ১৩:৪১
অ- অ+

সুনামগঞ্জের পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০জন।

নিহতরা হলেন, দিরাই উপজেলার জগদল গ্রামের আবু বকর(৫০) ও মোহনপুর গ্রামের মানিক মিয়া(৩০।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা লিমন পরিবহন নামের একটি বাস অতিরিক্ত যাত্রী ও ছাদে মালামাল নিয়ে আসছিল। সুনামগঞ্জের ডাবর সেতুর পাশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে।

এতে ঘটনাস্থলেই দিরাই উপজেলার জগদল গ্রামের আবু বকর(৫০) নিহত হয়। এ ঘটনায় আরও ২০ জন আহত হন। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পলিশ আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতালে ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

এছাড়া বুধবার রাত ১২টায় মোহনপুর থেকে মোটরসাইকেলে সুনামগঞ্জে আসার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুত্র আহত হন মোটরসাইকেল চালক মানিক মিয়া।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ ও দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ইখতিয়ার উদ্দিন এসব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/প্রতিনিধি/ওআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা