ওকসের সেঞ্চুরিতে লর্ডসে বড় লিড ইংলিশদের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০১৮, ১১:৫২| আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১১:৫৬
অ- অ+

বেন স্টোকসের শুনানি থাকার কারণে লর্ডস টেস্টে সুযোগ পেয়েছিলেন ক্রিস ওকস। আর সেই সুযোগটাই দারুণ ভাবে কাজে লাগালেন এই অলরাউন্ডার। তুলে নিলেন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার নির্ভরযোগ্য ইনিংসে ভর করে লর্ডসে বড় লিডের দখলে ইংলিশরা।

তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৩৫৭ রান। ১২০ রানে অপরাজিত ওকস আর তার সঙ্গে ২২ রানে অপরাজিত আছেন অলরাউন্ডার স্যাম কুরান। আগের দিন ভারতকে ১০৭ রানে গুটিয়ে দেওয়া ইংলিশরা এগিয়ে আছে ২৫০ রানে।

ওকসের সঙ্গে সেঞ্চুরিটা হতে পারতো জনি বেয়ারেস্টর। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ৯৩ রানে সাজঘরে ফিরতে হলো তাকে। হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পেছনে বাম পাশে জাঁপিয়ে পড়ে দিনেশ কার্তিক অসাধারণ ক্যাচটি ধরার কারণে বেয়ারেস্টর সাত রানের আক্ষেপ রয়ে গেল।

আগেরদিন ১০৭ রানে ফিরলেও বোলিং দিয়ে ইংলিশদের চেপে ধরে ছিল ভারত। কিন্তু ওকস এবং বেয়ারেস্ট জুটিতে এগিয়ে চলে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে নিজেদের জয়ের পথ অনেকটা সহজ করেই রেখেছে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ১০৭

ইংল্যান্ড ১ম ইনিংস: ৮১ ওভারে ৩৫৭/৬

(কুক ২১, জেনিংস ১১, রুট ১৯, পোপ ২৮, বেয়ারস্টো ৯৩, বাটলার ২৪, ওকস ১২০*, কুরান ২২*; শামি ৭৪/৩, পান্ডিয়া ২/৬৬)

(ঢাকাটাইমস/১২আগস্ট/এইচএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা