নারায়ণগঞ্জে ছাত্রদলের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৮, ১৮:৪৮

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সেক্রেটারি খায়রুল ইসলাম সজীবসহ ছাত্রদলের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ছেলে সজীব।

বুধবার বিকাল তাকে রাজধানীর বসুন্ধরায় তার নিজ বাস ভবন ব্যাপারী হাউজ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আগের দিন মঙ্গলবার রাতে সোনারগাঁও থেকে ছাত্রদলের আরও ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

সোনারগাঁও থানার পুলিশ জানায়, সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির লক্ষ্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব নীল নকশা তৈরি ও সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করার জন্য থানা ছাত্রদলের নেতাকর্মীকে নির্দেশ প্রদান করে। এ নির্দেশের পর মঙ্গলবার কাঁচপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ছাত্রদলের ১৩ জন নেতাকর্মী গোপন বৈঠক করছিল। সেই সময় পুলিশ ওই অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বুধবার সকালে মামলা করে আদালতে প্রেরণ করে।

সেই মামলার অন্যতম আসামি খায়রুল ইসলাম সজীবকে বুধবার বিকালে বসুন্ধরা ব্যাপারী হাউজ থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় একাধিক বিস্ফোরক, পুলিশের উপর হামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :