গাজীপুরে বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৪ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৫

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পুনশই ও সদর উপজেলার নাসারান এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত তিনজন হচ্ছেন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের পুনশই এলাকার তাজুল ইসলাম ও একই এলাকার হান্নান শেখের ছেলে মামুন শেখ এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের নাসারান এলাকার রখিন্দ্রনাথ।

পুলিশ ও স্থানীরা জানায়, সোমবার রাতে পুনশই এলাকায় বেলাই বিলে নৌকায় করে বরশি এবং টেটা দিয়ে মাছ ধরতে যায় তাজুল ইসলাম ও মামুন শেখ। ভোরে বজ্রপাতে তারা নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যায়।

এসময় আশপাশে মাছ ধরতে যাওয়া অন্য লোকজন তাদের নৌকায় দেখতে না পেয়ে এগিয়ে আসেন। পরে নিহতদের পরিবার ও এলাকবাসীকে খবর দেয়া হয়। খবর পেয়ে নিহতদের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পানি থেকে তাজুল ইসলাম ও মামুন শেখের লাশ উদ্ধার করে।

এদিকে, বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান শুক্কুর জানান, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের নাসারান এলাকায় একটি বিলে রখিন্দ্রনাথসহ ৪-৫ জন নৌকা নিয়ে মাছ ধরতে যায়। ওই সময় বজ্রপাতে রখিন্দ্রনাথ ঘটনাস্থলেই মারা যান।

বাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, বজ্রপাতে নিহত রখিন্দ্রনাথের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :