মুসলিম তরুণের সঙ্গে প্রেমের ‘অপরাধে’ পুলিশের মারধর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩০ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১

‘লাভ জিহাদের’ দোহাই দিয়ে ভারতের উত্তর প্রদেশের মিরুটে মেডিক্যাল পড়ুয়া দুই তরুণ-তরুণীকে মারধর করে বাড়ি থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় উগ্র ডানপন্থি একটি হিন্দু সংগঠনের লোকজন। পরে তাদের পুলিশের কাছে তুলে দেয়া হয়।

অত্যাচার পুলিশের হাতে তুলে দেয়ার পরও থামেনি। ওই তরুণ-তরুণীকে পুলিশের পৃথক গাড়িতে করে থানায় আসা হচ্ছিল। রক্ষক পুলিশ হয়ে যায় তখন ভক্ষক। পুলিশের গাড়িতেই আবার চলে ওই তরুণীর ওপর নির্যাতন। মেয়েটির একমাত্র ‘অপরাধ’ সে কেন মুসলিম যুবকের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছে।

মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদন বলছে, এই ঘটনায় চারজন পুলিশকে বহিষ্কার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

২৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের একটি জিপের পিছনের সিটে একজন নারী ও একজন পুরুষ কনস্টেবলের মাঝে বসে আছেন এক তরুণী। দুজন পুলিশ গাড়ির সামনের সিটে। চালকের আসনে বসা একজন পুলিশ তার মোবাইলে ভিডিও করছিলেন। ওই পুলিশ বলছে, আশাপাশে এত হিন্দু ছেলে থাকতে কেন ওই তরুণী একজন মুসলিম যুবককে পছন্দ করল?

এরপর ওই নারী কনস্টেবল তরুণীটিকে থাপ্পড় মারতে শুরু করেন এবং তার মুখে ঢাকা ওড়না টেনে খুলে ফেলেন। ভিডিওটি পুলিশ কনস্টেবল তার সহকর্মীদের সঙ্গে শেয়ার করলে তা গণমাধ্যমের কাছে এসে পৌঁছায়।

মেডিক্যাল পড়ুয়া এক মুসলিম ছাত্র তার বাড়িতে ওই তরুণীর সঙ্গে পড়াশুনা করছিলেন। তারা দুজন সহপাঠী এবং বয়স ২০-এর গোড়ার দিকে। উগ্র হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)’র কয়েকজন লোক ওই বাড়িতে প্রবেশ করে টেনে হিঁচড়ে দুজন নিয়ে আসে এবং মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

হামলাকারীরা দুজনের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ করার অভিযোগ আনে। ভারতে কোনো হিন্দু-মুসলিম প্রেমের সম্পর্কে জড়ালেই উগ্র ডানপন্থি হিন্দুরা একে ‘লাভ জিহাদ’ বলে অ্যাখ্যা দিচ্ছে।

রবিবারে পুলিশ যখন তাদের ‘উদ্ধার’ করে পৃথক গাড়িতে করে নিয়ে আসছিল তখনই এই ভিডিও ধারণ করা হয়।

মিরুটের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কুমার রনবিজয় সিং বলেন, ‘পুলিশ যা করেছে তা মোটেও তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এই কারণে আমরা তাদের সাময়িক বরখাস্ত করেছি। আমরা ইতোমধ্যে তাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছি। তদন্ত প্রতিবেদন আসার পর তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

থানায় আনার পরও ওই তরুণ-তরুণীর ওপর অত্যাচার থামেনি। বিশ্ব হিন্দু পরিষদের লোকজন পুলিশের সামনেই তাদের মারধর করে। অতিরিক্ত পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় জড়িত লোকদের এখনো গ্রেপ্তার করা হয়নি।

রনবিজয় সিং আরো বলেন, ‘আমরা আশা করেছিলাম ওই তরুণ-তরুণী লিখিত অভিযোগ করবেন। কিন্তু তারা করেননি।’

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

অস্ট্রেলিয়াজুড়েও বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ, সংযত ভূমিকায় পুলিশ

নাইজারে মার্কিন ঘাঁটিতে রুশ সেনাদের অবস্থান

যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ২২০০ জন গ্রেপ্তার

পাকিস্তানের প্রথম চন্দ্রাভিযান শুরু, স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

ব্রাজিলে ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ 

গাজা পুনর্গঠনে সময় লাগবে কয়েক দশক, খরচ ৪০ বিলিয়ন ডলার: জাতিসংঘ

পাকিস্তানের কারাকোরাম হাইওয়েতে বাস উল্টে নিহত ২০, আহত ২১

মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, যা বললেন বাইডেন

শ্লীলতাহানির অভিযোগ: গ্রেপ্তার ঠেকাতে রাজভবনে পুলিশ প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন রাজ্যপাল

গাজায় ‘মানবিক ট্র্যাজেডি’: ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো তুরস্ক

এই বিভাগের সব খবর

শিরোনাম :