ফি বৃদ্ধির প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৮, ১৮:৫২
অ- অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের প্রশাসন ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার ফরমের মূল্য, ভর্তি ফি, হল ফি, সেমিস্টার ফি এবং পরিবহন ফি বৃদ্ধিসহ নামে বেনামে বিভিন্ন খাত তৈরি করে ফি ধার্য করেছে। ফি প্রদানের বিভিন্ন খাত তৈরি এবং ফি কমানোর দাবি জানান শিক্ষার্থীরা।

এ সময় তারা ‘ইবি কি পাবলিক না প্রাইভেট বিশ্ববিদ্যালয়?’ ‘অতিরিক্ত ভর্তি ফি কমাতে হবে’, ‘অতিরিক্ত ফরমের মূল্য বৃদ্ধি চলবে না’, ‘শিক্ষা নিয়ে বানিজ্য বন্ধ করো,’ সহ বিভিন্ন প্রতিবাদ সম্বলিত ফেস্টুন প্রদর্শন করে শ্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান বলেন, ‘ভর্তি ফি যেটা বৃদ্ধি করা হয়েছে তা শিক্ষার্থীদের স্বার্থেই করা হয়েছে। এটা শিক্ষার্থীদেরই কাজে লাগবে। শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এটা যৌক্তিক নয়।’

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা