‘কালেমা জামায়াতের’ কর্মকাণ্ড বন্ধে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৫:২৭ | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৮, ১৫:২২

ভোলার চরফ্যাশনে কালেমা জামায়াতের কার্যক্রম বন্ধে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটি। এ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কমিটির নেতারা। কালেমার জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মজিদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন তারা।

বুধবার এ দাবিতে বেলা ১১ টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।

এসময় বক্তব্য রাখেন, ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির সহ-সভাপতি মাওলানা নূরে আলম, সাধারন সম্পাদক মাওলানা তাজউদ্দিন ফারুক, যুগ্ম-সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান মোমতাজি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা নূরে আলম, নির্বাহী সদস্য এইচ এম ইব্রাহিম খলিল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জেলার সর্ব দক্ষিণের উপজেলা চরফ্যাশনে আব্দুল মজিদ দীর্ঘ দুই দশক ধরে সারা বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারতসহ কয়েকটি দেশের সাধারন মুসলমানদের একত্রিত করে ধর্মের নামে বানোয়াট ও ভিত্তিহীন তত্ত্ব প্রকাশ করে আসছেন। কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে মানুষের ঈমান ও আকিদা নষ্ট করছেন। তিনি নিজেকে সৃষ্টিকর্তা বা আল্লাহ্ দাবি করেন। তার সাত বছর বয়সী ছেলে ফজলে রাব্বীকে ঈসা (আ.) দাবি করেন।

যা সকল মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। ধর্মীয় শিক্ষার নামে মানুষকে উদ্বুদ্ধ করে তাদের বিভ্রান্ত করে মানুষের স্থাবর ও অস্থাবর সম্পদ আত্মসাৎ করে নিজের সস্পদ এবং আভিজাত্যের পাহাড় গড়েছেন।

বিভিন্ন জেলার চিহিৃত সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল তৈরি করার পাশাপাশি একটি ক্যাডার বাহিনী গড়ে তুলছেন। বাল্যবিবাহ, বহুবিবাহ, বিবাহ বিচ্ছেদ, রেজিস্ট্রেশন বিহীন বিবাহ প্রবর্তন করে নিরক্ষর জনগোষ্ঠী তৈরিসহ মানবতা বিরোধী ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করে আসছেন। তিনি দেশের কোনো আইন মানেন না।

আমরা এ কর্মসূচির মাধ্যমে প্রশাসনের কাছে ভণ্ড আব্দুল মজিদের আস্তানা ভেঙে দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মানববন্ধন ও বিক্ষোভ শেষে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় ঈমান আক্বীদা সংরক্ষণ কমিটি।

ঢাকাটাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :