জামিননামায় ভুল: আটকে গেল শহিদুলের মুক্তি

নিজস্ব প্রতিবেদক
| আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২৩:৩৬ | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৮, ২০:৩২

কারাগারে পাঠানো জামিননামায় ঠিকানা ভুল থাকায় মুক্তি পেলেন না আলোকচিত্রী শহিদুল আলম।

মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে শহিদুল আলমের জামিননামা দাখিল করা হয়। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম এই জামিননামা কারাগারে পাঠানোর আদেশ দেন। কিন্তু ভুল থাকায় কারা কর্তৃপক্ষ বিকাল সাড়ে তিনটার দিকে তা সিএমএম আদালতে ফেরত পাঠায়।

শহিদুল আলমের আইনজীবী জায়েদুর রহমান সাংবাদিকদের জানান, জামিননামা সংশোধনের জন্য ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করা হলেও এখনো বিচারক কোনো আদেশ দেননি।

গত সোমবার বিকাল পাঁচটার দিকে হাইকোর্টের জামিনের আদেশ ঢাকার সিএমএম আদালতের নেজারত (আদান-প্রদান) শাখায় আসে।

গত ১৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলায় হাইকোর্ট শহিদুল আলমের জামিনের আদেশ দেন।

গত আগস্টে দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম নিরাপদ সড়ক চাই আন্দোলন চলাকালে সামাজিক মাধ্যম ফেসবুকে এসে লাইভ এবং আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরাকে একটি সাক্ষাৎকার দেন শহিদুল। এতে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য দেয়ার অভিযোগ এনে তাকে আটক করে গোয়েন্দারা। পরে তথ্য প্রযুক্তি আইনে করা হয় মামলা।

পরে এ মামলায় শহিদুল আলমকে কারাগারে হাজির করা হলে গত ১২ আগস্ট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী। সেই থেকে তিনি কারাগারে আছেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আলোকচিত্রির মুক্তির দাবিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশিষ্টজনকা বিবৃতি দেন। আটকের সাড়ে তিন মাস পর গত ১৫ নভেম্বর শহিদুলকে জামিন দেয় উচ্চ আদালত। দুই দিন পর এই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

ঢাকাটাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :