ঝালকাঠি-১

নৌকা পাওয়া হারুনের বিরুদ্ধে দলের একাংশের বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৮, ১৪:৩৩

রাজাপুর-কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের মনোনয়ন পাল্টে দেয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে।

এই আসনে মনোনয়নপ্রত্যাশী দলের উপকমিটির সাবেক সহ-সম্পাদক মনিরুজ্জামান মনিরের কর্মী-সমর্থকরা এই বিক্ষোভে নামে। সোমবার সকালে পুলিশের বাধা উপেক্ষা করে রাজাপুর উপজেলা যুবলীগ কার্যালয় থেকে বের হয় মিছিল। ঝাড়ু হাতে এই মিছিল শেষে স্থানীয় যুবলীগ অফিসে হয় সমাবেশ।

প্রিমিয়ার ব্যাংকের পরিচালক বজলুল হক (বি এইচ) হারুনের মনোনয়ন প্রাপ্তি নিয়ে এবার সংশয়ের কথাই আসছিল গণমাধ্যমে। তার বিরুদ্ধে এই ব্যাংকের প্রায় দুইশ কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। আর মনির এই আসনে প্রার্থী হতে তৎপর ছিলেন গত কয়েক বছর ধরেই।

রবিবার হারুনকেই মনোনয়নের চিঠি দেয় আওয়ামী লীগ। আর এতে মনিরপন্থীদের মধ্যে তৈরি হয় অসন্তোষ। বিক্ষোভ সমাবেশে বক্তারা দলীয় প্রার্থী বজলুল হক হারুনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। বলেন, এখানে মনোনয়ন না পাল্টালে আসনটি ধরে রাখা কঠিন হবে।

সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, রিয়াজ মাতুব্বর প্রমুখ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ‘আমরা বিক্ষোভ মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুদ্ধদের ছত্রভঙ্গ করে দেই।’

সংসদ সদস্য বিএইচ হারুনের ছোট ভাই জেলা আওয়ামী লীগ নেতা ও গালুয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ‘ বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তা বন্ধ করে দেয়। মনোনয়ন নিয়ে বিরোধ নিরসনে আমরা কাজ করছি।’

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/প্রতিনিধি/বিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ: প্রিন্স

কাল্পনিক কাহিনি বানিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন: দুদিনে আ.লীগের ১৭টি মনোনয়ন ফরম বিক্রি

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পদ প্রাপ্তি নিয়ে নানা গুঞ্জন, প্রশ্ন

গরমে অতিষ্ঠ জনসাধারণের মাঝে জাপার পানি ও স্যালাইন বিতরণ

প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর রোল মডেল, অভিযোগ রিজভীর

নেত্রীর জন্য জান নয়, সিদ্ধান্ত মানুন: দীপু মনি

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় বিএনপি, আ. লীগ করে চুরি: ইশরাক

লুটপাট লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :