যশোরে ‘গায়েবি মামলা’ দিয়ে আটকের অভিযোগ

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৮, ২০:৫৬

যশোরের শার্শা থানা পুলিশ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে একটি নাশকতার মামলা করেছে; যাকে ‘গায়েবি মামলা’ বলছে বিএনপি।

ঘটনাস্থল থেকে পুলিশ সাতটি বোমা, রেললাইনের পাথর ও লাঠি উদ্ধারের দাবি করেছে। আর আটক করা হয়েছে বিএনপির নয় নেতাকর্মীকে।

আটক নয়জন ও ‘পলাতক’ ৩১ জনের নাম উল্লেখ করে শনিবার রাতে এই সংক্রান্ত মামলাটি করা হয়।

আটক বিএনপি নেতাকর্মীরা হলেন, শার্শা উপজেলার শুড়া গ্রামের দাউদ হোসেনের ছেলে আব্দুস সালাম, গোড়পাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে নাসির উদ্দিন, রামচন্দ্রপুর গ্রামের চেরাগ আলীর ছেলে ইব্রাহিম, নাভারন রেলবাজারের মোহাম্মদ আলীর ছেলে রেজাউল ইসলাম, বেনেখড়ি গ্রামের আবু হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন, টেংরা গ্রামের ইরফান সরদারের ছেলে আব্দুল লতিফ, রাঢ়িপুকুর গ্রামের আজগার আলী গাজীর ছেলে শামসুর রহমান, বাগআঁচড়া গ্রামের বাহার আলীর ছেলে হাসানুজ্জামান ও বসতপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবুল হোসেন।

রবিবার দুপুরে এদের যশোর আদালতে পাঠানো হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমানের ভাষ্য, ‘বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশে টেংরা গ্রামের সমাবেত হচ্ছে বলে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে নয়জনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। আটকদের নামে মামলা করে যশোর কোর্ট হেফাজতে প্রেরণ করা হয়েছে।

তবে আটক সালামের ভাই লাল্টু বলেন, আমার ভাই গোড়পাড়া বাজারের মুদি ব্যবসায়ী। দোকানদারি করার সময় গোড়পাড়া ফাঁড়ির এএসআই আনসার আলী তাকে দোকানের ভেতর থেকে ধরে নিয়ে যায়। পরে শুনি তার নামে নাশকতার মামলা করেছে পুলিশ।

নাসির উদ্দিনের বাবা জালাল উদ্দিন বলেন, সন্ধ্যার সময় আমার ছেলে গোড়পাড়া বাজারে চায়ের দোকানে বসে ছিল। সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে তার নামে নাশকতার মামলা দিয়ে আদালতে পাঠায়।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

রাজশাহীর কোন আম কবে বাজারে আসবে

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

এই বিভাগের সব খবর

শিরোনাম :