শীতে ফাটা ঠোঁটের যত্ন

ফিচার ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:৩৪
অ- অ+

অগ্রহায়ণের বাতাসে শীতের আগমনী গান। রাত নামলেই নামে শীত। এই সময় ত্বক হয়ে যায় শুষ্ক। ফাটে ঠোঁট। এই সময়ে ত্বক ও ঠোঁটের জন্য বাড়তি যত্ন চাই।

এই সময়ে ঠোঁট নরম রাখতে ব্যবহার করুন পেট্রোলিয়াম জেলি। এ ছাড়াও ব্যবহার করতে পারেন গ্লিসারিন কিংবা অলিভ অয়েল।

ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহারের কিছুক্ষণ পরে শুকিয়ে যায়। তাই সারাদিন একটু পর ঠোঁটে লাগান জেল। রাতে ঘুমানোর আগেও ঠোঁটে জেল মাখুন। কেননা, শীতের রাতে প্রায় সাত-আট ঘণ্টা শুকনা ঠোঁট থাকলে তা অচিরেই ফাটবে।

জেল ব্যবহারের পরও অনেকের ঠোঁট ফাটে। ঘরোয়া উপায়ে একটি বিশেষ যত্নে নিলে শীতকালজুড়ে রাতেও আপনার ঠোঁট থাকবে আর্দ্র। কম সময়সাপেক্ষ ও পকেটসই দামের এ যত্নে আপনার ঠোঁটকে রক্ষা করবে শীতের শুষ্কতা থেকে।

রাতে ঘুমানোর আগে সামান্য ঘিয়ে মেশান একটু দুধের সর। তারপর এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে রাখুন। দীর্ঘ সময় ধরে ত্বককে নরম রাখে ঘি। আর দুধের সর ত্বকের অভ্যন্তরের ময়লা দূর করে ও মৃত কোষ ঝরিয়ে দেয়। তাই এই মিশ্রণ সারা রাত ঠোঁটে দিয়ে রাখলে ঠোঁট নরম তো থাকেই, সঙ্গে ঠোঁটের কালো ভাবও দূর হবে।

ধূমপান থেকেও ঠোঁটের কালো ছোপ আসে। ধূমপান শরীরের অন্যান্য ক্ষতিও করে। তাই ঠোঁটের যত্নে ভালো ফল পেতে ধূমপান ছাড়াটাও উচিত।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
আমরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা