নির্বাচনে ছাত্রলীগকে ভ্যানগার্ড হতে হবে: খালিদ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিবেদক
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৮, ১৬:২৭
অ- অ+

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের প্রতিটি আন্দোলনে ছাত্রলীগের ভ’মিকা ছিল অবিস্মরণীয়। সেই ধারাবাহিকতায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীদের ভ্যানগার্ডের ভ’মিকা পালন করতে হবে।’

সোমবার সকাল ১০টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আব্দুর রউফ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এক বিশাল ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন হবে স্বাধীনতার স্বপক্ষের শক্তির নির্বাচন। এই নির্বাচনে ভোটারদেরকে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।’

অভিযোগ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘জিয়াউর রহমান ছাত্রদের হাত থেকে বই, খাতা, কলম কেড়ে নিয়ে অস্ত্র তুলে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র সমাজের হাতে সেই বই খাতা ফিরিয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সারা দেশে মনোনয়ন বাণিজ্য করে দলকে বাণিজ্যিক প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে। যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে গুলশান ও নয়াপল্টনে। তারা ক্ষমতায় থাকতে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। প্রধানমন্ত্রী সেই সম্পদ ফিরেয়ে এনেছেন।’

উপজেলা ছাত্রলীগের আহবায়ক পার্থ সরকারের সভাপতিত্বে সভায় সংগঠনটির নেতাকর্মীরাও বক্তব্য রাখেন। সভা শেষে খালিদ মাহমুদ চৌধুরী বোচাগঞ্জ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।

ঢাকা টাইমস/১০ ডিসেম্বর/প্রতিবেদক/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত ফ্যাসিবাদী শক্তি নির্মল হয়নি: মোস্তফা জামাল হায়দার
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
গোপালগঞ্জে ঘৃণ্য-বর্বর হামলাকারীদের বিচার হবেই: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা