স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: তোফায়েল

ভোলা প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:৪৩
অ- অ+

ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যারা ৭১ সাল মাকে ছেলেহারা করেছে, বাবাকে পুত্রহারা করেছে, বোনকে স্বামী হারা করেছে সেই স্বাধীনতা বিরোধীদের সাথে যারা হাত মিলিয়ে ঐক্য করেছে তাদের বিরুদ্ধে স্বাধীনতার চেতনা নিয়ে দেশবাসী যেনো রুখে দাঁড়াতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর রক্তে গড়া দল আওয়ামী লীগ যেনো প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও বিজয়ী হয়। এটিই আমার বিজয় দিবসের প্রত্যাশা।’

রবিবার ভোলায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। এখানে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আবার ২০০১ সালের মতো বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। সে জন্য বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয় করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।’

এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।

পরে তারা ভোলার যুগীর ঘোল বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

ঢাকা টাইমস/১৬ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাংশায় আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
শেখ হাসিনা পালানোর আগে স্বজনদেরকে খুদে বার্তা পাঠিয়েছিল: আলাল
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা